• টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    বাংলাদেশে হচ্ছে না নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

    বাংলাদেশে হচ্ছে না নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ    

    গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কি না তা নিয়ে ছিল সংশয়। সেটাই সত্যি হল। আইসিসি আজ ঘোষণা দিয়েছে বাংলাদেশ নয়, আরব আমিরাতে হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

    সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশে সরকার পতনের পর পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। তারই প্রেক্ষিতে জাতিসংঘের কাছে আবেদন করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব নিজেদের কাছেই রাখতে চেয়েছিল বাংলাদেশ। তবে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য তাদের দেশের মানুষদের বাংলাদেশে যাতায়াতের বিষয়ে সতর্কতা জারি করেছে।

    সেটা মাথায় রেখেই আইসিসি সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে ধন্যবাদ জানাতে চাই এই সময়ে আয়োজনে আগ্রহ প্রকাশ করার জন্য। সেই সাথে বিসিবির পরিবর্তে আরব আমিরাত ক্রিকেট বোর্ড আমাদের ডাকে সাড়া দেওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।"

    বাংলাদেশ এবার বিশ্বকাপ আয়োজন করতে না পারলেও তাদের আয়োজনের সত্ত্ব থাকছে, "বিসিবি যে মনে রাখার মতো একটা ইভেন্ট উপহার দিত সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই তাদের আয়োজন করতে না পারাটা দুঃখজনক। আয়োজনের জন্য সব রাস্তাই বিসিবি খোলা রেখেছিল। তবে কিছু দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে যাতায়াতের বিষয়ে সতর্কতা জারি করায় আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে তাদের আয়োজনের সত্ত্ব তাদের কাছেই থাকছে। আমরা আশা করছি ভবিষ্যতে বাংলাদেশে আমরা কোনো একটা আইসিসি ইভেন্ট দেখতে পারব।"

    এর আগে বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় ভারতকে প্রস্তাব দিয়েছিল আইসিসি। তবে আয়োজনের সেই প্রস্তাব তারা ফিরিয়ে দিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে প্রস্তাব জানিয়েছিল। শেষমেশ আরব আমিরাতে এসেই নিজেদের সিদ্ধান্ত মজবুত করল আইসিসি। ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।