• বাংলাদেশ-পাকিস্তান
  • " />

     

    রাওয়ালপিন্ডিতে লিটন-মিরাজ ও বাংলাদেশের যত রেকর্ড

    রাওয়ালপিন্ডিতে লিটন-মিরাজ ও বাংলাদেশের যত রেকর্ড    

    রাওয়ালপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশ শেষ পর্যন্ত করেছে ২৬২ রান। সেই পথে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজে ভর করে বেশ কিছু রেকর্ড গড়েছে বাংলাদেশ। 

    ৫০ বা তার চেয়ে কম রানে ৬ উইকেট হারানোর পর টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড বাংলাদেশের। এর আগে ১৯৬৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ৪১ রানে ৬ উইকেট হারানোর পর করেছিল ২৫৫ রান। 

     

    লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ৩০ রানের ভেতর ৬ উইকেট হারানোর পর টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের জুটি গড়েছেন লিটন ও মিরাজ। 

     

    দলের স্কোর ৫০ বা তার চেয়ে কম, এমন পরিস্থিতিতে ব্যাটিং অর্ডারে পাঁচের পর নেমে টেস্ট ইতিহাসে তিনটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটার লিটন দাস।