• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    আমস্টারডামে ডাচ-জার্মানদের হাড্ডাহাড্ডি লড়াই শেষ সমতায়

    আমস্টারডামে ডাচ-জার্মানদের হাড্ডাহাড্ডি লড়াই শেষ সমতায়    

    ফুলটাইম স্কোর: নেদারল্যান্ডস ২-২ জার্মানি


    জার্মানি কিছু বুঝে উঠার আগেই ম্যাচে এগিয়ে যায় ডাচরা। বক্সের মাঝে বল পেয়েই ডান পায়ের জোরাল ফিনিশিংয়ে জালে বল জড়ান টিয়ানি রাইনডার্স। গোলের জন্য যত সহজে বক্সে তাকে খুঁজে নিয়েছিলেন গ্রাভেনবার্শ, সেটা মোচন করতেই নিজেদের ভুল শুধরে উঠেপড়ে লাগে জার্মানি। দশ মিনিটের মাথায় নিজেদের গুছিয়ে নিয়ে সমতা ফেরাতে গিয়েও হ্যাভার্টজ বাইরে মারায় সেটা আর হয়ে উঠেনি। তবে ডাচরা এরই মাঝে ফলপ্রসূ বেশ কিছু আক্রমণে ব্যতিব্যস্ত করে রেখেছিল জার্মান রক্ষনভাগ। ডামফ্রিস হেডে লক্ষ্যভেদ করতে না পারার কিছুক্ষণ পরেই আবারও জার্মান রক্ষণ চিরে গ্রাভেনবার্শ বল ঠেলে দিলে এবার জাভি সিমোন্সের প্রচেষ্টা প্রতিহত করেন টের স্টেগেন।

    ম্যাচের কর্তৃত্ব বুঝে নিয়ে জার্মানরা তাতে অবিচল থাকার ফল পেয়ে যায় ৩৮ মিনিটের মাথায়। ফ্লোরিয়ান ভিয়ারৎজের শট ভারব্রুগেন ঠেকিয়ে দিলে ফিরতি শটে বল জালে জড়ান দেনিজ উনদাভ। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সেই উনদাভের বাড়িয়ে দেওয়া পাস থেকে লক্ষ্যভেদ করে জার্মানদের এগিয়ে যেন কিমিখ।

    এন্ড টু এন্ড ম্যাচের দ্বিতীয়ার্ধও শুরু হয় একই উত্তাপ নিয়ে। ৫০ মিনিটের মাথায় তার পরিক্রমায় সমতা ফেরান ডেনজেল ডামফ্রিস। উইং দিয়ে উঠে আসা ব্রায়ান ব্রবির বক্সে বাড়ানো বল থেকে জাল খুঁজে নিতে ভুল করেননি এই উইংব্যাক। মাঝে ডাচ ডিফেন্ডার আকে ইনজুরিতে মাঠ ছাড়ার পর থেকেই জার্মানরা যেন পেয়ে বসে। এমনিতেই দ্বিতীয় গোলে ডি লিখটের ভুল, ভ্যান ডাইকের পজিশনিং নিয়ে শঙ্কায় ছিল ডাচরা। তাদের সমতা ফেরানো গোলের পর হ্যাভার্টজ আরও এক দফা সুযোগ পায়ে ঠেলে দেওয়ার পর গ্রাভেনবার্শকে আরও একবার প্রতিহত করেন টের স্টেগেন।

    এর পর থেকে অবশ্য দুই দলই রয়েসয়ে খেলে। রেফারিং নিয়ে জার্মানদের কিছুটা অভিযোগ থাকলেও থাকতে পারে। তবে ৭১ মিনিটের মাথায় ডেভিড রাউম সুযোগ পেয়েও হেডারটা আরেকটু নিচে রাখতে না পারায় দুষবেন নিজেদের কপালকেই। দুই দলের গতিময়, বক্স টু বক্স ম্যাচ তাই শেষ হয়েছে সমতায়।