• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপ বাছাইপর্ব: কেমন গেল কনমেবল অধ্যায়

    বিশ্বকাপ বাছাইপর্ব: কেমন গেল কনমেবল অধ্যায়    

    ইউরোপে যখন চলছে নেশনস লিগের লড়াই, দক্ষিণ আমেরিকায় তখন চলছে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার তুমুল লড়াই। মাত্র দশ দলের লড়াইটা বরাবরই কঠিন হয়ে থাকে। এবার সেই কঠিন পথ পাড়ি দিতে বহু কাঠখড় পোড়াতে হচ্ছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। অন্যদিকে, গত কয়েক বছর বিশ্ব ফুটবল শাসন করা আর্জেন্টিনাও হেরে বসেছে শেষ ম্যাচে। টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার ইতালিয়ান রেকর্ডকে যেভাবে চোখ রাঙিয়ে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা, তেমনি এই রেকর্ডে চোখ দিলেও আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকা ফাইনাল হেরেই সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল কলম্বিয়া। তবে সেই দুঃখ ভুলে কোপা চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে কলম্বিয়া।

    প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্রয়ের পর আর্জেন্টিনার বিপক্ষে হেরে আরও একটি অপরাজিত যাত্রা সমাপ্ত হয় কি না তা নিয়ে শঙ্কায় ছিল কলম্বিয়া। তবে মেসির ইনজুরি, ডি মারিয়ার অবসরে আর্জেন্টিনার নতুন আক্রমণভাগ পেরে ওঠেনি কলম্বিয়ার বিপক্ষে। আগের ম্যাচে চিলির বিপক্ষে সহজ জয়ের দিনে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছিলেন ডিবালা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে আলভারেজ বার্তা দিয়েছিলেন নিজেকে মেলে ধরার।

    কলম্বিয়ার মাঠে মস্কেরার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পরও দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকোলাস গঞ্জালেজ যখন সমতা ফেরালেন, আর্জেন্টিনাও ম্যাচে ফিরবে বলে মনে হচ্ছিল। অবশ্য বারাঙ্কিয়ায় এরপর ভাগ্যও সহায় হল, নিজেরাও খোলসে ঢুকে এরপর নিজেদের জয় নিশ্চিত করেছে কলম্বিয়া। আর সেই জয়ের নায়ক কোপার সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেজ, পেনাল্টি থেকে গোল এনে দেওয়ার পর দল আর লিড হাতছাড়া করেনি।

    অন্যদিকে আর্জেন্টাইনদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বেহাল দশা। আগের দিনে ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র ঘোষণা দিয়েছিলেন, পরের বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে। অথচ তার পরের দিন তালিকার নিচের দিকে থাকা প্যারাগুয়ের মাঠে গিয়ে হেরেই বসল ব্রাজিল। আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষেও জয় পেতে গলদঘর্ম অবস্থা হয়ে গিয়েছিল, জয় এসেছিল বক্সের বাইরে থেকে রদ্রিগোর দূরপাল্লার শটে। এবারে ভাগ্যে তাও জোটেনি।

    অন্যদিকে দুটো ম্যাচেই গোলশূন্য ড্র করে উরুগুয়ে আছে পয়েন্ট তালিকার তিনেই।

     

    এক নজরে বড় দলগুলোর ফলাফল

     

    আর্জেন্টিনা ৩-০ চিলি
    কলম্বিয়া ২-১ আর্জেন্টিনা

    ব্রাজিল ১-০ ইকুয়েডর
    প্যারাগুয়ে ১-০ ব্রাজিল

    পেরু ১-১ কলম্বিয়া
    কলম্বিয়া ২-১ আর্জেন্টিনা

    উরুগুয়ে ০-০ প্যারাগুয়ে
    ভেনেজুয়েলা ০-০ উরুগুয়ে

     

     

    যেমন অবস্থা পয়েন্ট তালিকার

     

    দল ম্যাচ জয় পরাজয় ড্র গোল ব্যবধান পয়েন্ট
    আর্জেন্টিনা ১৮
    কলম্বিয়া ১৬
    উরুগুয়ে ১৫
    ইকুয়েডর ১১
    ব্রাজিল ১০