• আফগানিস্তান-বাংলাদেশ, ২০২৪
  • " />

     

    মাঝের ওভারের আফসোস ও পরিবর্তিত উইকেটের দায় দিলেন মিরাজ

    মাঝের ওভারের আফসোস ও পরিবর্তিত উইকেটের দায় দিলেন মিরাজ    

    অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের প্রথম ওয়ানডে ছিল তার ক্যারিয়ারের শততম। তবে উপলক্ষটা রাঙাতে পারলেন না। দল হেরে গেল ৫ উইকেটে। ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ দায় দিলেন মাঝের ওভারে উইকেট নিতে না পারাকে। সেই সাথে উইকেটের বদলের কথাও বললেন। 

    আফগানিস্তানের বিপক্ষে শুরুতে বল হাতে ভালো করছিল বাংলাদেশ। একটা সময় ১০০ রানের ভেতর ৩ উইকেট ফেলে দিয়েছিল, চলে গিয়েছিলেন ওপেনার আতাল, রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ। কিন্তু এরপর রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই মিলে ম্যাচটা নিয়ে যান বাংলাদেশের নাগালের বাইরে। মিরাজ এই দুজনের কৃতিত্ব দিয়ে দায় দিলেন নিজেদেরও, 'অবশ্যই গুরবাজ ও ওমরজাই ভালো ব্যাট করেছে। তবে মাঝের ওভারে আমরা ভালো বল করতে পারিনি। ওই সময় আমাদের উইকেট নেওয়া উচিত ছিল।'

    অন্যদিকে এই ম্যাচের উইকেট প্রথম দুই থেকে কিছুটা ভিন্ন ছিল। শারজার এই উইকেট বেশ ব্যাটিংবান্ধন ছিল, বললেন মিরাজ, 'আগের দুই ম্যাচে বেশ স্পিন ছিল। এই ম্যাচে বল ব্যাটে আসছিল পরের দিকে ভালোভাবে। শিশিরের ব্যাপারও ছিল'