• আফগানিস্তান-বাংলাদেশ, ২০২৪
  • " />

     

    ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত

    ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত    

    দল হেরে গেলেও র‍্যাংকিংয়ে এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান। 

    আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রান করার সুবাদে র‍্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন শান্ত। এটাই তার ক্যারিয়ার সেরা। কুঁচকির চোটের জন্য শেষ ম্যাচে খেলতে পারেননি শান্ত। সিরিজে শেষ ম্যাচে ফিফটি করার সুবাদে ও বল হাতে ৩ উইকেট নিয়ে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে চার নম্বরে এসেছেন মেহেদী হাসান মিরাজ। এর আগে তিনে উঠে এসেছিলেন। ব্যাটারদের মধ্যে ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ শেষ ম্যাচে তার ৯৮ রানের জন্য। আর বোলারদের মধ্যে ছয় ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ