• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব কনমেবল অঞ্চলে সর্বোচ্চ গোলের দৌড়ে এগিয়ে কারা

    ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব কনমেবল অঞ্চলে সর্বোচ্চ গোলের দৌড়ে এগিয়ে কারা    

    কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইটা ক্রমশই জমে উঠছে। কলম্বিয়ার বিপক্ষে শেষ শটের গোলে যেভাবে উরুগুয়ে যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে সেটা যেন এবারের পুরো বাছাইপর্বের দৌড়টার সাথেই সমার্থক। একদিকে ব্রাজিলের যেমন শীর্ষ চারে থাকা নিয়ে টানাটানি পড়ে গিয়েছে, অন্যদিকে তেমন সেয়ানে সেয়ানে লড়ছে কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়েদের সবাই। আর্জেন্টিনা যেভাবে দোর্দণ্ড প্রতাপে শুরু করেছিল, গত কয়েক ম্যাচে পা হড়কিয়ে তারাও যেন লড়াইটা জমিয়ে দিয়েছে। সর্বোচ্চ গোলের লড়াইটাও তেমনি জমজমাট। এক নজরে দেখে নিন কারা এগিয়ে আছে গোলদাতাদের দৌড়ে।

    লিওনেল মেসি (আর্জেন্টিনা)

    ম্যাচ: ৮
    গোল: ৬

    ডারউইন নুনিয়েজ (উরুগুয়ে)

    ম্যাচ: ৯
    গোল: ৫

    লুইস দিয়াজ (কলম্বিয়া)

    ম্যাচ: ৪
    গোল: ১১

    রাফিনিয়া (ব্রাজিল)

    ম্যাচ: ৭
    গোল: ৪

    আন্তোনিও সানাব্রিয়া (প্যারাগুয়ে)

    ম্যাচ: ৬
    গোল: ৪

    মিগুয়েল তেরসেরস (বলিভিয়া)

    ম্যাচ: ৫
    গোল: ৩

    রদ্রিগো (ব্রাজিল)

    ম্যাচ: ১০
    গোল: ৩

    নিকোলাস দে লা ক্রুজ (উরুগুয়ে)

    ম্যাচ: ৭
    গোল: ৩

    সালোমন রন্ডন (ভেনেজুয়েলা)

    ম্যাচ: ১১
    গোল: ৩

    নিকোলাস ওটামেন্ডি (আর্জেন্টিনা)

    ম্যাচ: ১১
    গোল: ৩