২০২৪-২৫ ইউয়েফা নেশনস লিগ: কোয়ার্টার ফাইনালিস্ট, প্রোমোশন ও রেলিগেশন
চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি এবার ইউয়েফা নেশনস লিগের ফরম্যাটও পরিবর্তন করেছে ইউয়েফা। নতুন ফরম্যাটে এবার "এ" লিগে থাকছে কোয়ার্টার ফাইনাল। চার গ্রুপ থেকে প্রথম দুই দল গিয়েছে কোয়ার্টার ফাইনালে। গ্রুপে শেষ হওয়া দল সরাসরি রেলিগেটেড হয়ে গিয়েছে; তাদের নতুন জায়গা গ্রুপ "বি", সেই সাথে তৃতীয় স্থানে থাকা দলগুলো খেলবে রেলিগেশন প্লে-অফের ম্যাচ।
যথারীতি বড় দলগুলো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে বেলজিয়ামের মতো কিছু দলকে লড়তে হবে "এ" গ্রুপে টিকে থাকার অস্তিত্ব নিয়েই। অন্যদিকে প্রথমবারের মতো প্রোমোশন পেয়েছে সান মারিনো। যেই দল তাদের ইতিহাসেই এর আগে ম্যাচ জিতেছিল মোটে একটি, তারাই এবার লিখটেনস্টাইনকে দুবার হারিয়ে উঠে এসেছে।
এক নজরে দেখে নেওয়া যাক এবারের কোয়ার্টার ফাইনালিস্ট কারা, প্রোমোশন পেয়েছে কারা ও রেলিগেটেড হয়ে গিয়েছে বা হওয়ার শঙ্কায় আছে কারা।
কোয়ার্টার ফাইনালিস্ট
পর্তুগাল
ক্রোয়েশিয়া
ফ্রান্স
ইতালি
জার্মানি
নেদারল্যান্ডস
স্পেন
ডেনমার্ক
যারা প্রোমোশন পেয়ে খেলবে লিগ "এ"
চেকিয়া
ইংল্যান্ড
নরওয়ে
ওয়েলস
যারা প্রোমোশন পেয়ে খেলবে লিগ "বি"
নর্দার্ন আয়ারল্যান্ড
নর্থ ম্যাসিডোনিয়া
সুইডেন
যারা প্রোমোশন পেয়ে খেলবে লিগ "সি"
মলদোভা
সান মারিনো
যারা অবনমিত হয়ে খেলবে লিগ "বি"
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
ইসরায়েল
পোল্যান্ড
সুইজারল্যান্ড
যারা অবনমিত হয়ে খেলবে লিগ "সি"
আলবেনিয়া
কাজাখস্তান
মন্টেনেগ্রো
ফিনল্যান্ড
লিগ এ/বি প্লে-অফ খেলবে যারা
অস্ট্রিয়া
বেলজিয়াম
গ্রিস
হাঙ্গেরি
স্কটল্যান্ড
সার্বিয়া
তুরস্ক
ইউক্রেন
লিগ বি/সি প্লে-অফ খেলবে যারা
আর্মেনিয়া
বুলগেরিয়া
জর্জিয়া
আইসল্যান্ড
আয়ারল্যান্ড
স্লোভাকিয়া
স্লোভেনিয়া
লিগ সি/ডি প্লে-অফ খেলবে যারা
জিব্রাল্টার
লাটভিয়া
লুক্সেমবোর্গ
মাল্টা
এছাড়া এবারের কোয়ার্টার ফাইনালের জন্য আবারও ড্র অনুষ্ঠিত হবে। প্রথম পটে থাকবে গ্রুপ চ্যাম্পিয়নরা, দ্বিতীয় পটে থাকবে গ্রুপ রানার্স-আপরা। ২২ নভেম্বরে, সুইজারল্যান্ডের নিয়নে এই ড্র অনুষ্ঠিত হবে।