• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    ক্রিকেটে 'ক্রিকেট' ধরে রাখার চ্যালেঞ্জ

    ক্রিকেটে 'ক্রিকেট' ধরে রাখার চ্যালেঞ্জ    

    ‘ভদ্রলোকের খেলা’ হিসেবে পরিচিতি পাওয়াই শুধু নয়, আধুনিক প্রয়োগে শিষ্টাচারের সমার্থক শব্দে পরিণত হয়ে হয়ে গেছে ক্রিকেট। আগাগোড়া ভদ্রতার আলোয়ানে জড়ানো এ খেলার জগতে অক্রিকেটীয় আচরণের অনুপ্রবেশ মেনে নেয়াটা তাই বেশ কঠিনই বটে। তবে সাম্প্রতিক কালে বেশ কিছু ঘটনা ইঙ্গিত করছে সেদিকেই। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় প্রদর্শনী বিশ্বকাপকে সামনে রেখে আইসিসিও তাই ম্যাচের মধ্যকার অপ্রীতিকর ঘটনা দমনে নিতে যাচ্ছে কঠোর সিদ্ধান্তই।

    একটু খুলেই বলা যাক। গত ১৮ই জানুয়ারি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডেতে ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মার সেই উত্তপ্ত বাদানুবাদ সম্পর্কে হয়তো অবগত আছেন অনেকেই। অক্রিকেটিয় সেই আচরণের জন্য ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা হয়েছিল ওয়ার্নারের। মামুলি এই অর্থদণ্ডে ওয়ার্নারের মাপের কোন ক্রিকেটারের যে যায় আসে না কিছুই, এটা সহজেই অনুমেয়। মার্টিন ক্রোসহ বেশ কিছু সাবেক খেলোয়াড় সম্প্রতি আলোকপাত করেছেন নির্দিষ্ট করে এই বিন্দুতেই।

    ফুটবলের মত কার্ডপ্রথা চালু করার উপরে জোর দিয়েছেন সাবেক কিউই কিংবদন্তী ক্রো। তাঁর ভাষ্যমতে, কার্ডপ্রথাটা হতে পারে এমন যে, ছয়মাসের সময়সীমার মধ্যে যদি কোন ক্রিকেটার দুটি হলুদ কার্ড দেখে ফেলেন, পরবর্তী ছয়মাসের জন্য নিষিদ্ধ করা হবে তাঁকে। ক্রিকইনফোতে লেখা নিজের কলামে ওয়ার্নারকে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি। ওয়ার্নারের মত খেলোয়াড়দের কারণে নতুন প্রজন্ম ভুল শিক্ষা নিচ্ছে বলে তাঁর ধারণা। শুধু তাই নয়, ব্যাপারটার কোন দ্রুত সমাধান না হলে অচিরেই হয়তো ক্রিকেট হারিয়ে ফেলবে তাঁর পুরনো ঐতিহ্য, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

    পরবর্তীতে জো রুটসহ আরও অনেকে কার্ড প্রথা প্রচলনের পক্ষে মত দিয়েছেন। আইসিসির বোর্ড মিটিংয়ে এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। কার্ড প্রথার ব্যাপারে সরাসরি কিছু না বললেও আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন নিশ্চয়তা দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে যথেষ্ট কঠোর মানসিকতাই দেখাতে যাচ্ছেন আম্পায়াররা। মূল আসর শুরুর আগের সপ্তাহে একটা ‘টেকনিক্যাল ব্রিফিং’-এ প্রধান ম্যাচ রেফারি(আইসিসি) রঞ্জন মাদুগাল্লে খেলোয়াড়দের মাঠে অবস্থানরত সময়ে দায়িত্ব ও আচরণ, ক্রিকেটীয় ভদ্রতার তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে প্রতিটি দলের অধিনায়কের সাথে বিস্তারিত কথা বলবেন বলে রিচার্ডসন জানিয়েছেন।