পায়েট ম্যাজিকে ফ্রান্সের শুভসূচনা
ম্যাচের শেষ মুহূর্ত।আর মাত্র কয়েক মিনিট বাকি। ১-১ গোলে সমতা ম্যাচে। স্তাদ্ দে ফ্রান্সের দর্শকদের স্নায়ুচাপ বাড়ছে। বক্সের বাইরে কান্তের পাস থেকে বল পেলেন দিমিত্রি পায়েট। ডান পাটাই বেশি চলে তাঁর, এই শট নিলেন বাঁ পায়ে। বাঁক খাওয়ানো শট ধরার সাধ্য ছিল না রোমানিয়া গোলরক্ষকের। অসাধারণ এক গোলে ফ্রান্সকে প্রথম ম্যাচে এনে দিলেন ২-১ গোলের জয়। ১৯৮৪ সালের পর এই প্রথম উদ্বোধনী ম্যাচে জয় পেল কোনো স্বাগতিক দল। মনে করিয়ে দেওয়া ভালো, সেবার সর্বশেষ নিজেদের মাঠে ইউরো জিতেছিল ফ্রান্স।
পুরো ম্যাচেই পায়েট দারুণ খেলেছেন, প্রথম গোলেও ছিল তাঁর অবদান। পায়েটের বাঁ পায়ের ক্রস থেকেই গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন জিরু। ম্যাচের তখন ৫৭ মিনিট। অথচ প্রথমার্ধে মাত্র দুইটা পাস শেষ করতে পেরেছিলেন জিরু। দুইটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিন্তু দিদিয়ের দেশম জিরুকে কেন খেলছেন,সেটা দ্বিতীয়ার্ধেই দেখালেন।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স। ৬৫ মিনিটেই প্যাট্রিস এভরা ফাউল করে বক্সের ভেতর দিয়েছেন রোমানিয়ার একজনকে। পেনাল্টি থেকে গোল করে রোমানিয়াকে সমতায় ফিরিয়েছেন বোগদান স্টানচু। ১ পয়েন্ট নিয়েই রোমানিয়া মাঠ ছাড়বে বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত পায়েট ম্যাজিকে জয় নিয়েই মাঠ ছাড়ল ফ্রান্স।