ওয়েস্ট হামের বিপক্ষে জয়ের ম্যাচে সালাহর যত রেকর্ড
ওয়েস্ট হামকে তাদের মাঠেই উড়িয়ে দিয়ে এসেছে লিভারপুল। বছরটা তারা শেষ করছে প্রিমিয়ার লিগের শীর্ষে শক্ত আসন গেড়েই। আর সেই ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন মো সালাহ। এই মৌসুমে যেন রীতিমত ছুটছেন। লিভারপুল ছেড়ে যাবেন হয়তো মৌসুম শেষে; নতুন চুক্তি না পাওয়া নিয়ে মিডিয়াও সরগরম। তবে সেসবের কোনো তোয়াক্কা না করে সালাহ যেন খেলছেন অন্য গ্রহের ফুটবল। গতকাল এক ম্যাচেই ঢেলে সাজিয়েছেন রেকর্ড বই।
৪৪ মিনিটে লিভারপুলের তৃতীয় গোলটা এসেছে তার পা থেকে, সাথে ম্যাচে ছিল অ্যাসিস্টও। সেখান থেকেই প্রিমিয়ার লিগের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৮টি ভিন্ন ভিন্ন ম্যাচে গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সালাহ। শুধু তাই নয়, প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ অ্যাসিস্টের শীর্ষ দশ - দুটো তালিকাতেই থাকা মাত্র তৃতীয় খেলোয়াড় হয়েছন তিনি; বাকি দুজন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও ওয়েইন রুনি।
সালাহ গড়েছেন আরেকটি রেকর্ড যেখানে তিনি অনন্য। লিভারপুলের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা আট মৌসুমে সব প্রতিযোগিতায় পেলেন ২০+ গোলের দেখা। লিভারপুল কিংবদন্তি হিসেবে নিজের নামটা রেকর্ড বইয়ে খোঁদাই করে ফেলেছেন এই মিশরীয় ফরওয়ার্ড। শুধু তাই নয়, প্রিমিয়ার লিগে ২০ বা তার কম ম্যাচে ৩০ গোলে অবদানের রেকর্ড আগে ছিল শুধু লুইস সুয়ারজের (১৯ ম্যাচে)। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন সালাহ, সেটাও তার চেয়ে কম সময়ে (১৮ ম্যাচে)।
সব প্রতিযোগিতা মিলিয়ে গোল অবদানে ২০২৪ সালে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের থেকে যোজন যোজন এগিয়ে সালাহ। দ্বিতীয় স্থানে থাকা কোল পালমারের সংখ্যাটা যেখানে ৪৪, সেখানে সালাহ পেয়েছেন ৫২ গোলের অবদান! অপ্রতিরোধ্য সালাহ যদি এভাবেই ছুটতে থাকেন, তাহলে মৌসুম শেষে হয়তো ব্যালন ডি'অরটাও ঝুলিতে ভরতে পারেন।