বার্সেলোনার রেজিস্ট্রেশন বিভ্রাট: অলমোর জন্য করা আবেদন খারিজ
খেলোয়াড় রেজিস্ট্রেশন নিয়ে আবারও বিপদে পড়েছে বার্সেলোনা। দানি অলমোকে রেজিস্টার করার জন্য কোর্টের রায় প্রত্যাখ্যান করে পুনরায় আবেদন করলেও আগের রায় পুনর্বহাল করে বার্সার আবেদন প্রত্যাখ্যান করেছে কোর্ট।
দানি অলমো ও তরুণ স্প্যানিশ ফরওয়ার্ড পাউ ভিক্টরের রেজিস্ট্রেশনের মেয়াদ ছিল এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। দুজনকে ক্লাবে রাখতে বার্সা আগে লা লিগার নিয়মের এক ফাঁকফোকর কাজে লাগিয়েছিল। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ইনজুরিকে অজুহাত বানিয়ে সেবার এই দুজনকে রেজিস্টার করেছিল ক্লাবটা। তবে পরে লা লিগার সেই গলদকে নিজেদের সুবিধার্থে আর ধরে রাখতে পারেনি বার্সা।
কোর্টের রায় পুনর্বহাল হলে সাথে সাথে আবেদন করতে গলদঘর্ম অবস্থা হয়ে যায় কাতালান ক্লাবটার। তখন থেকেই অন্য পন্থা খুঁজা শুরু করেছে বার্সা। আবেদন খারিজ হওয়ার কারণে এখন হয়তো সেই পথেই হাঁটতে হবে তাদের। কারণ রেজিস্টার করতে না পারলে বিনা মূল্যে ক্লাব ছাড়তে পারবেন অলমো - তার চুক্তিতে এমন এক ক্লজ রয়েছে।
বিভিন্ন প্রিমিয়ার লিগ ক্লাব চোখ রাঙাতে শুরু করায় হানসি ফ্লিকের পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ অলমোকে ক্লাবে রাখতে ক্যাম্প নু'র ভিআইপি সিটগুলোর সত্ত্ব আগামী বিশ বছরের জন্য ১২০ মিলিয়ন ইউরোতে বিক্রি করার পথে হাঁটতে যাচ্ছে বার্সা। সেটায় সফল হলে ওই অর্থ দিয়ে দুজনকেই রেজিস্টার করে ক্লাবে রাখতে পারবে বার্সা।