• ইউরো
  • " />

     

    স্লোভাকিয়াকে হারিয়ে ওয়েলসের ইতিহাস

    স্লোভাকিয়াকে হারিয়ে ওয়েলসের ইতিহাস    

    এক গোলের ব্যাবধানে জয় আর ওয়েলস যেন একই সুতোয় গাঁথা। কোয়ালিফায়ার, ফ্রেন্ডলির পর ইউরোর মূল আসরেও এই 'পারদর্শীতা' দেখাতে সক্ষম হয়েছেন ক্রিস কোলম্যানের শিষ্যরা। গ্যারেথ বেল ও রবসন-কানুর গোলে প্রথমবারের মতো ইউরোতে অংশ নিয়ে প্রথম ম্যাচেই স্লোভাকিয়াকে হারিয়েছে তারা।  স্লোভাকিয়ার বিপক্ষে ওয়েলসের জয়টা ২-১ গোলের। 

    অবশ্য ম্যাচের শুরুটা মোটেও সুখকর ছিল না বেলদের। প্রথম ছয় মিনিটের মতো সময় ওয়েলসকে আক্রমণের বন্যায়ই ভাসিয়ে দিয়েছিল স্লোভাকরা। মাত্র তিন মিনিটেই স্লোভাক কাপ্তান হামসিকের দৃষ্টিনন্দন ড্রিবলিংয়ের পর নেয়া শট ওয়েলস কিপার ওয়ার্ডকে ফাঁকি দিলেও বেন ডেভিসকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করতে পারেনি। লাইন থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে ওয়েলসের সম্বিৎ ফিরিয়ে আনেন এই স্পার্স তারকা।

    এরপরই নিজেদের মতো পজেশন রেখে গুছিয়ে খেলা শুরু করে ওয়েলস। ১০ মিনিটে জোনাথন উইলিয়ামসকে করা এক ফাউল থেকে 'গ্যারেথ বেল টেরিটরি'তে ফ্রিকিক পায় ওয়েলস। সেখান থেকে দর্শনীয় গোল করেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। প্রথমার্ধে রামসে আর ভেইসের দূরপাল্লার বিচ্ছিন্ন দুটি শট কিপাররা সেভ করা ছাড়া আর উল্লেখযোগ্য কোনো আক্রমণই হয় নি।

    দ্বিতীয়ার্ধের প্রথম ১০-১২ মিনিট কিছুটা ঢিমে তালেই চলে দু দলের খেলা। ৫৭ মিনিটে জো অ্যালেনের করা ক্রস থেকে বেলের এক শক্তিশালী হেড বাঁচিয়ে দেন কোযাসিক। এরপরই ফিরে আসে স্লোভাকিয়ার আক্রমণাত্মক খেলা। ওয়েলসকে আক্রমণের পর আক্রমণ দিয়ে দিশেহারা কিরে রাখে ইয়ান কোয্যাকের শিষ্যরা। ফলশ্রুতিতে ৬১ মিনিটে রবার্ট ম্যাকের ক্রস থেকে গোল করে সমতায় ফেরান মাত্র মিনিটখানেক আগে নামা অন্দ্রে দুদা।

    এরপর এক দুটি বিচ্ছিন্ন আক্রমণ ছাড়া বাকী সময় হামসিক, ভেইস, দুদাদের আক্রমণ প্রতিহত করতেই ব্যস্ত ছিলেন ওয়েলসের উইলিয়ামস, চেস্টাররা। ওয়েলসকে আক্রমণের ভেলায় ভাসালেও দ্বিতীয় গোলটি সোনার হরিণই হয়ে ছিল স্লোভাকদের জন্য। কপাল পুড়লো ৮১ মিনিটে। বাকী ম্যাচে মোটামুটি নিষ্প্রভ ও ৭৪ মিনিটে হ্যাল রবসন-কানুর চমৎকার ক্রসে বারের উপর দিয়ে হেড করে সুবর্ণ সুযোগ হাতছাড়া করা অ্যারন র‍্যামসির দুর্দান্ত এক দৌড় ও ফাইনাল পাসে রবসন-কানুর 'পোচার' ফিনিশে ২-১ গোলে এগিয়ে যায় ওয়েলস। কিন্তু এরপরও থামেনি স্লোভাক ট্রেন। ৮৬ মিনিটে দুসানের ক্রস থেকে নেমেচের দুর্দান্ত হেড পোস্টে লেগে ফিরে না আসলে ড্র নিয়েই মাঠ ছাড়তে পারত স্লোভাকিয়া।

    শেষের দিকে ওয়েলস কাউন্টার অ্যাটাকের সুযোগগুলো হাতছাড়া  করায় এবং স্লোভাকিয়া তাদের 'হাফ চান্স' গুলো কাজে লাগাতে না পারায় শেষতক ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়েন বেল, রামসিরা।