ক্রোয়েশিয়াকে জেতালেন মদ্রিচ
মদ্রিচের দূরপাল্লার শটে করা গোলেই নির্ধারিত হল তুরস্ক-ক্রোয়েশিয়া ম্যাচের ফল। ম্যাচের ৪১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে মদ্রিচের করা ভলি গোলরক্ষক বাবাচানকে ফাঁকি দিয়ে তুরস্কের জালে জড়ায়। আগের তিনবারের মতো এবারও প্রথম ম্যাচ হেরেই শুরু হল তুরষ্কের ইউরো মিশন।
পুরো ম্যাচে অবশ্য তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি ফাতিহ তেরিমের তুরস্ক। আর্দা তুরানও ছিলেন নিষ্প্রভ। প্রথমার্ধে অবশ্য ওযান তুফানের একটি হেড মোনাকো গোলরক্ষক সুবাসিচ ঠেকিয়ে না দিলে ম্যাচে এগিয়ে যেতে পারত তুরস্ক।
দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুই স্ট্রাইকার ইলমাজের সাথে ১৮ বছর বয়সী এমরে মুরকে নামিয়েও ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি। বরং মাঝমাঠে মদ্রিচ আর রাকিতিচদের সামলাতেই হিমশিম খেতে হয়েছে তুরস্ককে।
মদ্রিচ, রাকিতিচরা পুরো ম্যাচেই ছিলেন সপ্রতিভ। তবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ক্রোয়েশিয়ার পেরেসিচ। এই উইঙ্গারের একের পর এক ক্রস এক অর্থে ত্রাস ছড়িয়েছে তুরস্কের ডিফেন্সে। আক্রমণভাগে মারিও মাঞ্জুকিচরা সহজ কিছু সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত। এর পেছনে অবশ্য অবদান রয়েছে তুরস্কের গোলরক্ষকেরও। এছাড়াও ক্রোয়েট অধিনায়ক সার্নার একটি ফ্রি কিক বারপোস্টে লেগে ফেরত না আসলেও আরও বড় ব্যবধানেই জিততে পারত ক্রোয়েশিয়া।