বহিষ্কার হতে পারে রাশিয়া!
নিজেদের সমর্থকদের দাঙ্গা-হাঙ্গামার প্রশ্ন শুনতে শুনতে বোধ হয় বিরক্তই হয়ে গেছেন গেছেন রাশিয়ান খেলোয়াড়েরা। অন্তত রাশিয়ান খেলোয়াড় আরতেম যুবার কথা শুনে তেমনটা মনে হওয়াই স্বাভাবিক। ইংলিশ সাংবাদিকদের হাত থেকে রেহাই চেয়ে একরকম অনুরোধই করলেন, “আমাদেরকে দয়া করে ফুটবলে মনযোগ দিতে দিন”!
রাশিয়া-ইংল্যান্ডের ম্যাচের আগে দুই দলের সমর্থকদের দাঙ্গায় জড়ানো নিয়ে উয়েফার রিপোর্টে দোষারোপ করা হয়েছে রাশিয়ানদেরকেই। এ ধরনের ঘটনায় সাধারণ বড় শাস্তিই দিয়ে থাকে উয়েফা। তবে বড় টুর্নামেন্ট বলেই হয়তো একটু নমনীয় হলো এবার! দুই দলকে সতর্ক করার পাশাপাশি রাশিয়াকে দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছে। তদন্তে রাশিয়ান সমর্থকদের দোষ ধরা পড়ায় রাশিয়াকে বহিষ্কার করে আবার সেটা তুলে নেয়া হয়েছে এই টুর্নামেন্টের শেষ পর্যন্ত। আর পরের যে কোন ম্যাচে রাশিয়ান সমর্থকেরা একই ঘটনার পুনরাবৃত্তি করলে রাশিয়াকে সেই বহিষ্কার আদেশের নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ারও ঘোষণা দিয়েছে উয়েফা।
আর এই খবরে নড়ে চড়ে বসেছে রাশিয়ান ফুটবল ফেডারেশনও। এক বিবৃতিতে তারা ফ্রান্সে অবস্থানরত সকল রাশিয়ান সমর্থকদেরকে নিয়মের ভেতরে থেকে দলকে সমর্থন যোগাতে অনুরোধ করেছেন।
স্লোভাকিয়ার বিপক্ষে পরের ম্যাচে জিতলে এই গ্রুপে বেশ শক্তিশালী অবস্থানে চলে যাবে রাশিয়া। পরের রাউন্ডের খেলা নিশ্চিত করতে তাই মাঠের বাইরের এসব ঘটনা যাতে দলের ওপর প্রভাব না ফেলে সেদিকে সতর্ক কোচ লিওনিড স্লাটস্কিও। “ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে তারা আমাদের সমর্থন জুগিয়েছে। পরের রাউন্ডে যেতে হলে তাদের সমর্থন আমাদের দরকার। তবে আমি আশা করব তারা নিয়ম মেনে খেলা উপভোগ করবে। এবং এই ধরণের অপ্রীতিকর সংঘর্ষ এড়িয়ে চলবে”।
রাশিয়ান কোচ বিপক্ষ সমর্থকদের দোষ না দেখলেও, রাশিয়ান স্ট্রাইকার যুবা ছাড়লেন না ইংলিশ সংবাদমাধ্যমকে। এই স্ট্রাইকারের অভিযোগ ইংলিশ সংবাদ মাধ্যম তাদের নিজেদের সমর্থকদের ‘দেবতার’ চোখে দেখছে, এবং ফলাও করে শুধু রাশিয়ানদের দোষের কথাই প্রচার করছে! এখানেই থামেননি যুবা। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ শুরুর আগে রাশিয়ার জাতীয় সঙ্গীতের সময় ইংলিশ সমর্থকেদের চেঁচামেচিও ফাঁকি দিতে পারেনি এই স্ট্রাইকারের কান। এই ঘটনাকে তিনি সম্পূর্ণ নীতিবিরুদ্ধে বলে মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে!