আইসল্যান্ড যেন ইউরো জিতে গিয়েছে : রোনালদো
ইউরোর মূল পর্বে জায়গা করেই সাড়া ফেলে দিয়েছিলো আইসল্যান্ড। ৩ লাখ ৩০ মানুষের দেশের জন্য তো ইউরো খেলতে পারাই সবচেয়ে বড় সাফল্য! কিন্তু কাল রাতে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে আইসল্যান্ড জানান দিল, শুধুই খেলতে আসেনি তারা।
আইসল্যান্ডের রূপকথা সবটুকু আলো কেড়ে নেয়ায় বেজায় চটেছেন পর্তুগাল অধিনায়ক রোনালদো! প্রতিপক্ষের গোলমুখে নেয়া পর্তুগালের ২৪ টি শটের মধ্যে ১০টিই নেয়া রোনালদো ম্যাচ শেষে উগরে দিলেন হতাশা। খেলা শেষে বিপক্ষ দলের মাত্র একজনের সাথে হাত মিলিয়েছেন তিনি। আর ম্যাচের পর আইসল্যান্ডের উদযাপন দেখে রোনালদোর নাকি মনে হয়েছে ইউরো জিতে গেছে দেশটি!
“পুরো ম্যাচ জুড়েই তারা ডিফেন্ড করেছে; রাতটাও তাঁদের জন্য সৌভাগ্যের ছিল। ৩ পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল। ম্যাচ শেষে তাদের উদযাপনের ভঙ্গি দেখে মনে হয়েছে তারা যেন ইউরো জিতে ফেলেছে!”
ম্যাচ শেষে রোনালদোর এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই। পর্তুগাল আর আইসল্যান্ডের মাঝে আকাশ-পাতালের পার্থক্যটা বোধ হয় ম্যাচ ড্রয়ের হতাশায় ভুলেই গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা! প্রথমবারের মতন ইউরোতে খেলতে আসাই যাদের জন্য চমক, পর্তুগালের বিপক্ষে ড্র-ই তো আইসল্যান্ডের কাছে জয়ের সমান।
রোনালদো অবশ্য সেখানেই থামেননি। মাঠের খেলায় না পারলেও মুখের কথায় আইসল্যান্ডকে এক হাত নিয়েছেন পর্তুগীজ অধিনায়ক, “নব্বই মিনিটে তারা কেবল দুয়েকটি আক্রমণ করেছে, বাকি সময় বলের পেছনেই দৌড়িয়েছে তারা। প্রতিপক্ষ দল যেনো খেলার বদলে শুধু ডিফেন্ড করতেই মাঠেই নেমেছিল। এটা আমার কাছে নিচু মানসিকতার মনে হয়েছে। তারা আসলে এই টুর্নামেন্টে কিছুই অর্জন করতে পারবে না”। অথচ ম্যাচ শেষের বাঁশির পর যখন হতাশায় রেফারির সাথে হাত মেলাচ্ছিলেন রোনালদো, তখনই নিজেদের স্বপ্নের চেয়ে বেশি কিছুই অর্জন করে ফেলছে আইসল্যান্ড সমর্থকেরা!
রোনালদোর এমন মন্তব্যে অবশ্য পা গুটিয়ে বসে থাকেননি আইসল্যান্ডের ডিফেন্ডার কারি আর্নাসন। সিগার্ডসন আর আর্নাসন মিলেই কার্যত রুখে দিয়েছিলেন রোনালদোকে। রোনালদোর অমন উক্তির পর তাকে ‘লুজার’ বলে আখ্যা দিয়েছেন এই ডিফেন্ডার!