• ইউরো
  • " />

     

    কিক অফের আগেঃ ফ্রান্সের আলবেনিয়া শঙ্কা

    কিক অফের আগেঃ ফ্রান্সের আলবেনিয়া শঙ্কা    

    রাশিয়ান ডিফেন্স বনাম স্লোভাক আক্রমণ

    প্রথম ম্যাচে গ্রুপ ফেবারিট ইংল্যান্ডের সাথে ড্র করলেও দলের কাছে সেটি জয়ের সমতুল্য বলেই মনে করছেন কোচ লিওনিদ স্লুটস্কি। মাঠের বাইরের বিতর্কে কান না দিয়ে দলকে হুঁশিয়ার করে দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ড্র-টা বিফলে যাবে নইলে!  অপরদিকে, স্লোভাকিয়ার অবস্থাও সুবিধাজনক নয়। ওয়েলসের কাছে হারের পর এই ম্যাচটি জেতা ছাড়া উপায় দেখছেন না কোচ ইয়ান কোজাক।

    ডিফেন্সে বেরেযুতস্কি ও ইগ্নাশেভিচের দৃঢ়তায় রুনি, কেইনদের রুখে দিলেও রাশিয়ার মূল সমস্যাটা আক্রমণেই। ফরওয়ার্ডদের মধ্যে যোগসাজশ না থাকায় গোলমুখে খুব কম সুযোগই তৈরি করতে পেরেছেন স্লুটস্কির শিষ্যরা। অপরদিকে, স্লোভাকিয়ার দৃশ্যপটটি একেবারেই উল্টো। আক্রমণে হামসিক, ভেইস, দুদারা ভাল করলেও ওয়েলসের বপক্ষে ডিফেন্সিভ দূর্বলতার চরম মূল্য দিতে হয়েছে তাদের। আজকের ম্যাচটি তাই যেন রুশ ডিফেন্স বনাম স্লোভাক আক্রমণের মধ্যেই হবে।

     

    সুইসদের পথের কাঁটা রোমানিয়া


    উদ্বোধনী ম্যাচে ফ্রান্সকে কাঁপিয়ে দেওয়া রোমানিয়া অল্পের জন্য অবিস্মরণীয় এক ড্র নিয়ে ফিরতে পারেনি। ৮৯ মিনিটে দিমিত্রি পায়েটের অসাধারণ শটে স্বপ্নভঙ্গ হয় রোমানিয়ানদের। কিন্তু তাদের গোছানো খেলা, দৃঢ় ডিফেন্স এবং ফ্রান্সের মত দলের বিপক্ষে গোলের একাধিক সুযোগ তৈরি করা ফুটবল অনুরাগীদের চোখ এড়িয়ে যায়নি। তাই তো পরিষ্কার ফেবারিট হয়েও রোমানিয়াকে সমীহ করছেন ভ্লাদিমির পেটকোভিচ, ‘রোমানিয়া শুক্রবারে প্রমাণ করেছে, তাদের ইউরোতে খেলার যোগ্যতা আছে বলেই তারা এতদূর এসেছে। তাই তাদের হারাতে হলে আমাদেরকে নিজেদের সেরাটাই দিতে হবে’।

    অপরদিকে ফুটবলবিশ্বের প্রশংসায় ভাসলেও পা মাটিতেই রাখছেন রোমানিয়ার কোচ ইয়রদানেস্কু, ‘আমাদের বাস্তববাদি হতে হবে। ফ্রান্সের বিপক্ষে ভাল খেললেও এটা মেনে নিতেই হবে যে তাদের জয়টা প্রাপ্যই ছিল। সুইজারল্যান্ডের সাথে ম্যাচটিও অনেক কঠিন হবে। তারা ফেবারিট হলেও এই গ্রুপ থেকে কোয়ালিফাই করাই আমাদের মূল লক্ষ্য’।

    ফ্রান্সের বিপক্ষে ফরওয়ার্ডদের সুযোগ অপচয়ই পুড়িয়েছে রোমানিয়দের। অপরদিকে, আজকের ম্যাচের নিশ্চিত ফেবারিট সুইসরা প্রথম ম্যাচে আলবেনিয়াকে হারালেও খেলা দিয়ে সমর্থক, অনুরাগী- কারোই মন ভরাতে পারেনি। আজকের ম্যাচটিতে শাকিরি, শাকারা বড় ব্যবধানে জিতেই নিজেদের থেকে সব আশঙ্কার কালমেঘ দূর করার সর্বোচ্চ চেষ্টাই করবেন।

    দলে ইঞ্জুরির ঝামেলা না থাকায় দু’দলেরই অপরিবর্তিত একাদশ দেখা যেতে পারে। সুইসরা পরিষ্কার ফেবারিট হলেও নিজেদের ১২ দেখায় রোমানিয়া ও সুইজারল্যান্ড- দুই দলেরই জয় পাঁচটি করে। কিন্তু ইউরোতে নিজেদের ১৪ ম্যাচে মাত্র একটিতে জেতা রোমানিয়ার জন্য আজকের ম্যাচটি বেশ কষ্টসাধ্যই হতে যাচ্ছে। 
           


    ফ্রান্সের লড়াইটা নিজেদের বিপক্ষেই


    প্রথম ম্যাচে পায়েটের অন্তিম মুহূর্তের দুর্দান্ত গোলে তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরলেও ফ্রেঞ্চদের মনে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ প্রমাণ রাখতে না পারার হতাশা বিরাজ করছে। অপরদিকে, ম্যাচের এক ঘণ্টার মত সময় দশজন নিয়ে খেললেও সুইসদের কাঁপিয়ে দেওয়া আলবেনিয়া আজ চাইবে ইউরো ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিতে।

    নিজ ক্লাব মার্শেইয়ের মাঠে ম্যাচটি দিয়ে নতুন স্তাদ ভেলোদ্রোমে ফিরছেন এই কোচ। তার মতে, সমর্থকদের উৎসাহ এবং ১৯৮৪ এর পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া তার দল। প্রশংসা করেছেন আলবেনিয়ারও। বলেছেন তাদের ইতালিয়ান কোচের কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা এবং সুগঠিত ডিফেন্সের কথা। অপরদিকে আলবেনিয়ার কোচ জিয়ানি ডি ব্লাসি বলেছেন, ফেবারিট না হওয়ায় হারানোর কিছুই নেই বলকান দেশটির এবং এটিই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। দশজন নিয়েও সুইসদের টক্কর দেয়ার পর আজ তাদের মূল লক্ষ্য ফরাসি বধ। 

    অন্য দুই ম্যাচের চার দলের মত এই ম্যাচেও নেই কোনো ইনজুরির ঝাপটা ঝামেলা। তবে চার বছর এই ফ্রান্সেরই মার্শেইয়ে খেলা আলবেনিয়া কাপ্তান লরিক চানার সাসপেনশনে জন্য আরলিন্দ আয়েটি বা ফ্রেডেরিক ভেসেলিকে দেখা যেতে পারে মিডফিল্ডে।

    আলবেনিয়ার বিপক্ষে শেষ ছয় ম্যাচের চারটিতে জিতলেও শেষ দুই ম্যাচে একটি ড্র এবং একটি হার ফরাসিদের। স্তাদ ভেলোদ্রোমে রাত ১টার এই ম্যাচে তাই ফরাসিরা এই অশুভ ইতিহাসের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য সম্ভাব্য সবকিছুই করার জন্য প্রস্তুত থাকবে বলাই যায়।