• ইউরো
  • " />

     

    পোল্যান্ড-প্রাচীর ভাঙতে পারল না জার্মানি

    পোল্যান্ড-প্রাচীর ভাঙতে পারল না জার্মানি    


    সম্ভাব্য সবভাবেই চেষ্টা করেছিল জার্মানি। কিন্তু বজ্র আঁটুনি পোলিশ রক্ষণে ফাটল ধরাতে পারল না । শেষ পর্যন্ত এবারের ইউরোর প্রথম গোলশূন্য ড্র দেখল জার্মানি-পোল্যান্ড ম্যাচ। ইউরোর ইতিহাসে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পাঁচবার গোলশূন্য ড্র করেছে জার্মানিই।

     
    এমন নয়, জার্মানি একের পর আক্রমণ শানিয়ে গেছে। গোলের খুব বেশি পরিষ্কার সুযোগও পায়নি। দ্বিতীয়ার্ধে মেসুত ওজিলের শটটা ছাড়া পোল্যান্ডের পাকেচক্রে সুযোগ পেয়ে যাওয়া গোলরক্ষক ফাবিয়ান্সকিকেও তেমন কোনো দারুণ সেভ করতে হয়নি। যা সুযোগ পাওয়ার, সেটা মারিও গোটশেই পেয়েছিলেন। একবার হেড পোস্ট রাখতে পারেননি, আরেকবার ফাবিয়ান্সকিকে একা পেয়েও মেরে দিয়েছেন বাইরে। 


    সুযোগ যে পোল্যান্ড পায়নি তাও নয়। দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানডফস্কি হয়তো গোল করেই ফেলতেন। কিন্তু জেরোম বোয়েটাং দুর্দান্ত এক ট্যাকল করে বাঁচিয়েছেন দলকে। তবে আগের ম্যাচের গোলদাতা আরকিডিউস মিলিক বাঁ পায়ে শটটা নিতে পারলে জার্মানিকে হয়তো পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হতো। 


    পোল্যান্ডের রক্ষণভাগ নিজেদের কাজটা এর চেয়ে ভালোভাবে বোধ হয় করতে পারত না। ক্রুস, ওজিলরা মাঝমাঠ থেকে সেরকম কোনো থ্রু বাড়াতে পারেননি। ড্রাক্সলার, মুলারও দুই উইং থেকে ভেতরে ঢুকে পড়তে পারেননি। দ্বিতীয়ার্ধে পোল্যান্ডের পেনাল্টি বক্সে মাত্র একটা পাস সম্পূর্ণ করতে পেরেছিল জার্মানি। আর কীও অদ্ভুত কাকতাল, সর্বশেষ যে পাঁচ ম্যাচে জার্মানি গোল করতে পারেনি, তিনবারই প্রতিপক্ষ পোল্যান্ড। এই ড্রয়ে গ্রুপ বি দারুণ জমজমাট, জার্মানি, পোল্যান্ড দুই দলেরই পয়েন্ট চার। তিন পয়েন্ট নিয়ে তিনে আছে উত্তর আয়ারল্যান্ড।