তিনের গেরো খুলল স্পেন
প্রায় সপ্তাহখানেকের বেশি পার হয়ে গেছে, অনেকগুলো ম্যাচও হয়ে গেছে। কিন্তু ইউরোতে দুইয়ের বেশি গোল করতে পারছিল না কোনো দল। অবশেষে সেই গেরো খুলল স্পেন, তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে পা রাখল নকআউট পর্বে। জোড়া গোল করেছেন আলভারো মোরাতা, অন্য গোলটি নলিতোর।
সর্বশেষ কবে স্পেন ইউরোতে গোল খেয়েছে সেটা মনে করতেও হিমশিম খেতে হবে। ইউরোতে তাদের সর্বশেষ পরাজয় সেই ২০০৪ সালে, এরপর অপরাজিত টানা ১৪ ম্যাচে। আজ খেলা থেকে কখনোই মনে হয়নি স্পেন হারতে পারে। আগের ম্যাচের চেয়েও আজ অনেক বেশি ধারালো ছিল, মোরাতা-নলিতো দুইজনেই বার বার আতঙ্ক ছড়িয়েছেন তুর্কি রক্ষণে। ম্যাচের ৩৪ মিনিটে নলিতোর ক্রস থেকে মাথা ছুঁইয়ে প্রথম গোল পেয়েছেন মোরাতা। তিন মিনিট পর গোল পেয়েছেন নলিতো, তুর্কি রক্ষণের ভুলের একটা সুযোগ পেয়ে বল জড়িয়ে দিয়েছেন জালে।
বিরতির পর জর্দি আলবার ক্রস থেকে সহজ সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি মোরাতা, টুর্নামেন্টের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পেয়েছেন জোড়া গোল। যদিও রিপ্লেতে দেখা গেছে আলবা অফসাইডে ছিলেন। তবে সেটা নিয়ে অনুযোগ করার কোনো সুযোগ নেই তুরস্কের। পুরো ম্যাচে সেভাবে তো স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে বড় কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি।