• ইউরো
  • " />

     

    কিক অফের আগে:রোনালদো কি পারবেন উত্তর দিতে?

    কিক অফের আগে:রোনালদো কি পারবেন উত্তর দিতে?    

    ‘নতুন ইংল্যান্ড’ অপবাদ ঘোচাতে মরিয়া বেলজিয়ামঃ

    টুর্নামেন্টে ‘ফেবারিট’ তকমা নিয়ে গেলেও বারবার বাজে পারফরম করে ফিরে আসায় বেলজিয়ামকে অনেকেই ‘নতুন ইংল্যান্ড’ খেতাব দিয়েছেন। প্রথম ম্যাচে ইতালির সাথে হারের পর আজ আইরিশদের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট না পেলে গ্রুপ পর্বেই বিদায় এবং আরো একটি ব্যর্থতা চোখ রাঙাবে মার্ক উইলমটস শিষ্যদের। বেলজিয়ান কোচ বলেছেন, ‘ম্যাচটি দু’দলের জন্যই জেতা আবশ্যক। আমাদের ওপর জয়ের চাপটা বেশিই থাকবে শুধু আক্রমণেই মনস্থির করছি না। আয়ারল্যান্ড কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর। জায়গা পেলে তারা আমাদের ভোগাবে’। অপরদিকে, বেলজিয়ামকে ‘ একক নৈপুণ্যের’ দিক দিয়ে ‘সেরা দল’ আখ্যায়িত করে আইরিশ কোচ মার্টিন ও’নিল বলেছেন, ‘আজকে নিঃসন্দেহে বেলজিয়াম ফেবারিট। তবে সুইডেনের সাথের খেলাটা খেলতে পারলে আমরা আমাদের আশানুরূপ ফলাফল পাবো বলে আশা করি’।

    আইরিশদের জন ওয়াল্টারস বাদে দুই দলে নেই কোনো ইঞ্জুরির ঝামেলা। বেলজিয়ান আক্রমণে দ্রিস মেরটেনসকে শুরু থেকেই দেখা যেতে পারে। শুরু থেকে দেখা যেতে পারে আইরিশ কিংবদন্তী রবি কিনকেও। এছাড়া দুই কোচ আর কোন পরিবর্তনের আভাস দেননি সংবাদ সম্মেলনে।

    নিজেদের ইতিহাসে বেলজিয়ানদের একবারো না হারানো আইরিশরা কি পারবে ইতিহাস বদলে দিতে? ব্রেডি, হুলাহানরা কি পারবেন হ্যাজার্ড, ডি ব্রুইনদের টক্কর দিতে? এসব প্রশ্নের উত্তর জানা যাবে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিতব্য ম্যাচটি শেষেই।

     

    মুখোমুখি দুই ‘বিস্ময়’:

    স্বাভাবিকভাবেই, টুর্নামেন্ট শুরুর আগে গ্রুপ এফ এর ফেবারিট ছিল পর্তুগাল ও অস্ট্রিয়া। বিস্ময়কর হলেও সত্যি, প্রথম রাউন্ডের ম্যাচ শেষে প্রথম স্থানে আছে হাঙ্গেরী আর দুইয়ে মাত্র সাড়ে তিন লাখের মত জনসংখ্যার দেশ আইসল্যান্ড। প্রথম ম্যাচে যথাক্রমে অস্ট্রিয়াকে হারিয়ে এবং রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে অঘটনই জন্ম দেয়া এই দুই দল আজ মুখোমুখি হচ্ছে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

    অস্ট্রিয়ার সাথে অবিস্মরণীয় জয়ের পরও পা মাটিতেই রাখছেন বার্নড স্টর্ক, ‘আইসল্যান্ড খুবই গোছানো এক দল। তাদের হারানো খুবই কঠিন হয়ে পড়বে যদি আমরা আমাদের সামর্থ্যমত খেলতে না পারি। আমাদের ট্যাকটিক্সেও কিছু পরিবর্তন থাকবে। আশা করি, খালি হাতে ফিরতে হবে না আমাদের’।

    অপরদিকে, আইসল্যান্ড কোচ লার্স লাগেরব্যাক বলেছেন, ‘অস্ট্রিয়ার সাথে হাঙ্গেরির খেলা অসাধারণ ছিল। আমাদের আর দুটি ম্যাচ আছে। দুটিতেই আমরা জয়ের জন্য খেলে পরবর্তী রাউন্ডে যেতে চাই’।

    হাঙ্গেরি রাইটব্যাক আতিয়া ফিওলা ম্যাচটি মিস করবেন ইঞ্জুরির জন্য। আইসল্যান্ড অপরিবর্তিত দল নামাবে এমন আভাসই দিয়েছেন লাগেরব্যাক। দুই দলের মোট দশ দেখায় নেই কোনো ড্র, শেষ তিন ম্যাচে হয়েছে ১৪টি গোল। তাই আজকের ম্যাচটিতে এবারের ইউরো প্রথম ‘গোলবন্যার’ আশা করতেই পারেন ফুটবল অনুরাগীরা।

     

    অনেক উত্তর দেয়ার আছে রোনালদোরঃ

    আইসল্যান্ডের সাথের ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন। এরপর আইসল্যান্ড কাপ্তান গানারসনের সাথে জার্সি পরিবর্তন করতে নারাজ হওয়া এবং ড্রয়ের পর করা উদযাপনকে বিদ্রূপ করে আইসল্যান্ড ‘যেন ইউরো জয় করে ফেলেছে’ এমন বেফাঁস মন্তব্য করায় সব মিলিয়ে মিডিয়া ও ফুটবল সমর্থকদের রোষানলে পর্তুগীজ কাপ্তান। আজ জিততে না পারলে গ্রুপে প্রথম বা দ্বিতীয় হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে কিংবা এরচেয়েও খারাপ কিছু হলে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয়া লাগতে পারে- এমন এক সংকটময় মুহূর্তে পর্তুগীজ সমর্থকরা তাকিয়ে থাকবেন তাদের ত্রাণকর্তার দিকেই।

    পর্তুগীজ কোচ ফারনান্দো সান্তোসের মতে, ‘অস্ট্রিয়া বিগত চার-পাঁচ বছরে অনেক উন্নতি করেছে। আলাবা, হারনিক, ইয়াঙ্কো, আরনাউটোভিচ-এরা সবাইই বিশ্বমানের তারকা। তাদেরকে থামাতে হলে আমাদের আইসল্যান্ডের সাথে করা ভুলগুলোর পুনরাবৃত্তি করা যাবেনা’। অস্ট্রিয়ার কোচ মার্সেল কোলার বলেছেন, ‘হাঙ্গেরির সাথের ম্যাচটি এখন ইতিহাস। আমরা এখন পর্তুগালের সাথে ম্যাচটি নিয়েই ভাবছি। পর্তুগাল এখন আর শুধু রোনালদো নয়, তাদের দলে আরো অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন। তাদেরকেও সমান গুরুত্বে মার্কিং করতে হবে আমাদের’।

    যথাক্রমে লাল কার্ড ও ইঞ্জুরির জন্য অস্ট্রিয়া পাচ্ছে না দ্রাগোভিচ ও জুনুজোভিচকে। অপরদিকে রিকার্দো কারেজমাকে শুরু থেকেই দেখা যেতে পারে আজ। দু দলের শেষ চার দেখায় পর্তুগালের জয় তিনটি ও ড্র। রোনালদো কি পারবেন আবারো নিজ দেশের ত্রাণকর্তা হতে? নাকি আলাবা, ইয়াঙ্কোরা জন্ম দেবেন আরেক অঘটনের? উত্তরগুলো জানা যাবে রেফারির শেষ বাঁশির পরই।