'ফেবারিট' নয় স্পেন?
গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন জোড়া গোল, দলকে পৌঁছে দিয়েছেন চলতি ইউরোর নক-আউট পর্বে। আলভারো মোরাতা যেন আচমকাই আলোটা প্রায় পুরোপুরি নিজের করে নিয়েছেন। তবে স্প্যানিশ স্ট্রাইকার বলছেন, টানা দুই জয়ে পরের পর্ব নিশ্চিত হলেও পা মাটিতেই রাখতে চান তাঁরা। টানা তৃতীয় শিরোপা জয়ের মিশনে নিজেদের ‘ফেবারিট’ মানতেও নারাজ তাঁর দল, জানাচ্ছেন ২৩ বছরের তরুণ।
মোরাতার মন্তব্য, যা বলার মাঠের পারফরম্যান্স দিয়েই বলতে চান তাঁরা, “আমরা ফেবারিট কিনা সেটা নিয়ে আমরা ভাবি না। দারুণ একটা পরিবেশ পুরো দল দারুণ সময় কাটাচ্ছি। আর এর প্রতিফলনই মাঠে দেখা যাচ্ছে।”
স্পেনের জার্সি গায়ে গোল করাটা এখনও স্বপ্নের মতোই মনে হচ্ছে তাঁর কাছে। যে দলের খেলা একসময় টিভি পর্দায় দেখতেন, সে দলেরই গর্বিত একজন তিনি এখন- ভাবলেই শিহরিত হচ্ছেন। তবে সেইসাথে সমালোচকদের জবাব দিতে পেরেও খুশী স্প্যানিশ স্ট্রাইকার, “কিছু মানুষ সবসময়ই খুঁত খুঁজতে পছন্দ করে। ওদেরই তো কেউ কেউ বলছিল আমরা গোল করতে পারবো না।...”
জবাব দিয়েই অবশ্য থেমে যেতে চান না মোরাতা। আপাতত তাঁর লক্ষ্য পরের ম্যাচটাও জিতে গ্রুপসেরা হয়েই পরের পর্বে পা রাখা।