• ইউরো
  • " />

     

    অবশেষে নিজেদের চেনাল বেলজিয়াম

    অবশেষে নিজেদের চেনাল বেলজিয়াম    

    ইতালির বিপক্ষে হারের পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল কোচ মার্ক উইলমটস আর বেলজিয়াম ওপর দিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় না পেলে টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টাও বেজে যেত বেলজিয়ানদের। অমন চাপে থেকেই প্রতিপক্ষকে এক অর্থে গুঁড়িয়ে দিয়েই ৩-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে বেলজিয়াম।

    আগের ম্যাচের দল থেকে ফেলানি, নাইগোলানদের বাদ দিয়ে কারাস্কো, মিউনিয়ের, মুসা ডেম্বেলেদের মাঠে নামানোর সিদ্ধান্ত নেন মার্ক উইলমটস। আগের ম্যাচে ইতালির ডিফেন্ডারদের ছায়ায় ঢাকা পড়া হ্যাজার্ড আর ডি ব্রুইনা দুই উইং দিয়ে শুরু থেকেই এদিন চাপ সৃষ্টি করে খেলতে থাকেন আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচ জুড়েই ব্যস্ত থাকতে হয়েছে আইরিশ গোলরক্ষক ড্যারেন র‍্যানডলফকে।

    বেলজিয়ামের আক্রমণ সামলাতে ব্যস্ত আয়ারল্যান্ড প্রথমার্ধে তেমন কোন সুযোগই তৈর করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই ডি ব্রুইনার ডান প্রান্ত থেকে বাড়ানো বল রোমেলু লুকাকু ডি-বক্সের বাইরে থেকে কিক করে আয়ারল্যান্ডের জালে জড়ালে ম্যাচে এগিয়ে যায় বেলজিয়াম।


    এরপর ৬১ মিনিটে গোছানো এক আক্রমণ থেকে আবারও সেই ডান প্রান্ত থেকে আসা মিউনিয়েরের ক্রসে হেড দিয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন জেনিট মিডফিল্ডার অ্যালেক্স ভিটসেল। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ে মার্টিন ওলিনের দল আক্রমণাত্মক খেলা শুরু করলে অসাধারণ এক কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামের তিন পয়েন্ট নিশ্চিত করেন লুকাকু।  

    এই জয়ের পর গ্রুপে ইতালির পেছনে দুই নম্বর অবস্থানে রয়েছে বেলজিয়াম। শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে হ্যাজার্ড, লুকাকুদের।