• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    অ্যান্ড্রয়েডে ক্রিকেট বিশ্বকাপ

    অ্যান্ড্রয়েডে ক্রিকেট বিশ্বকাপ    

    যুগটা যদি তথ্য প্রযুক্তির হয়, তবে অতি সাম্প্রতিক সময়টা স্মার্টফোনের... আরও সুনির্দিষ্ট করে বললে অ্যান্ড্রয়েডের। জনপ্রিয়করণের মাধ্যম হিসেবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ব্যবহারটাও তাই প্রতিনিয়ত বেড়েই চলেছে। ক্রিকেট বিশ্বকাপের মতো আসরইবা তার বাইরে থাকবে কে? রিলায়েন্স কমিউনিকেশন্সের সৌজন্যে আইসিসি সম্প্রতি অবমুক্ত করেছে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ সেবা। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ অ্যাপ নামে এটি এখন সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে অ্যাপ স্টোর ও গুগল প্লে’তে।

     

    বিশ্বকাপের খবরাখবরের সাথে স্কোর আপডেট, ফ্যান্টাসি ক্রিকেট, কুইজ প্রতিযোগিতা, সর্বকালের সেরা একাদশ তৈরি কিংবা বিশ্বকাপের ইতিহাসে সেরা ১০০টি মুহূর্ত সবই উপভোগ করা যাবে অ্যাপটি দিয়ে। আর টুর্নামেন্টজুড়ে সাবেক কিংবদন্তীদের কলামে ম্যাচগুলোর চুলচেরা বিশ্লেষণ তো থাকছেই!