বিশ্বাস রাখতে বলছেন 'ব্যথিত' রোনালদো
টুর্নামেন্ট শুরুর আগে বলা হচ্ছিল, এবারের ইউরো হতে পারে ‘রোনালদোময়’। ক্লাব ফুটবলের শেষ হওয়া মৌসুমের শেষভাগে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানো পর্তুগীজ সেনসেশন জাতীয় দলের জার্সিতেও ঝড় তুলবেন, ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা ছিল তেমনটাই। কিন্তু ইউরোর গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষে রোনালদো নিজে তো বটেই, তাঁর দলও রয়ে গেছে গোলশূন্য। দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে পরের পর্বে খেলাই এখন অনিশ্চিত। তবে রোনালদো এখনই হাল ছেড়ে দেয়ার পাত্র নন। শেষ ম্যাচ জিতেই তাঁরা নক-আউটে পা রাখবেন- সে বিশ্বাস সমর্থকদের রাখতে বলছেন তিনি।
গত রাতের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি থেকেও গোল আদায়ে ব্যর্থ হন রোনালদো। টানা চার ইউরোতে গোল করা প্রথম খেলোয়াড় হওয়ার রেকর্ডটা নিজের করে নেয়া তাই ঝুলে গেলো অন্তত আরও এক ম্যাচের জন্য। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশী গোলের রেকর্ডতা আগেই নিজের করে নিয়েছিলেন, কাল সেটার সাথে যোগ হল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলার রেকর্ডটাও। কিন্তু এমন ম্যাচে গোল ‘মিস’ করে ‘বিষণ্ণ’ রোনালদো বলছেন রেকর্ডটা এভাবে নিজের করে নিতে চান নি, “খারাপ তো লাগছেই, রেকর্ডটা এভাবে হোক চাই নি। মানে আমি বলতে চাইছি আরও সুন্দরভাবে হতে পারতো সেটা...আমরা অনেক সুযোগ তৈরি করেছি, ভালোও খেলেছি...কিন্তু (আক্রমণগুলো) সফলভাবে শেষ করতে পারি নি। আমি নিজে পেনাল্টিসহ একাধিক সুযোগ নষ্ট করেছি।”
তবে এসবই ফুটবলের অংশ- এমন মন্তব্য করে রোনালদোর আহ্বান, সমর্থকরা যেন তাঁদের উপর বিশ্বাস না হারান, “বিশেষ করে আমদের খেলোয়াড়দেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এখনও পরের পর্বে যাওয়া সম্ভব। পরের ম্যাচ জিতলেই আমরা নিশ্চিত চলে যাবো। শুধু আমরা নই, পর্তুগালের মানুষজন এবং যে সমর্থকরা পর্তুগালকে ভালোবাসেন, সবাইকেই এটা বিশ্বাস করতে হবে।”
খারাপ সময়টা আগামী ম্যাচে হাংগেরির বিপক্ষেই কাটিয়ে ফেলতে চান রোনালদো। না পারলে অবশ্য টুর্নামেন্টকে বিদায় বলতে হতে পারে এবারের মতো!