• ইউরো
  • " />

     

    এবার হলো না শেষ মুহূর্তের জাদু

    এবার হলো না শেষ মুহূর্তের জাদু    

    আগের দুই ম্যাচেই শেষ মুহূর্তের গোলে বাজিমাত করেছেন। আজ দিমিত্রি পায়েটকে প্রথম একাদশেই রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তবে বদলি হিসেবে নেমে শেষদিকেই আবার পায়েট গোল করে ফেলেছিলেন। কিন্তু ক্রসবারের জন্য সেটা হয়নি, সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে গোলশূন্য। দিনের অন্য ম্যাচে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে অভিষেক ইউরোতে প্রথম জয় পেয়েছে আলবেনিয়া। সেই সঙ্গে তৃতীয় হয়ে নকআউট পর্বে যাওয়ার আশাও বাঁচিয়ে রেখেছে। 

    পায়েট তো বটেই, জিরু, কান্টে, মাতুইদি, সবাইকে বিশ্রাম দিয়েছিলেম দেশম। আগের ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ পাননি পল পগবা। সেই আক্ষেপ দূর করতেই যেন শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন। প্রথম ৩০ মিনিটের মধ্যেই অন্তত দুই গোল পেয়ে যেতে পারতেন। দুইবার সুইস গোলরক্ষক সমার ঠেকিয়ে দিয়েছেন তাঁর শট, আরেকবার বাঁ পায়ের গোলার মতো শট ফিরে এসেছে ক্রসবারে লেগে। 


    দ্বিতীয়ার্ধে অবশ্য পগবাকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। বদলি হিসেবে নেমে পায়েটই আরেকটুর জন্য গোল করে ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। সুইস খেলোয়াড়েরা বার বার নিজেদের শার্ট ছিড়ে ফেলেছেন, কিন্তু রক্ষণটা রক্ষিতই রাখতে পেরেছেন। প্রথমার্ধে চুপসে যাওয়া বলের মতো দ্বিতীয়ার্ধেও ম্যাচটা অনেকটাই চুপসে গেছে। 


    দিনের অন্য ম্যাচে ঐতিহাসিক এক জয় পেয়েছে আলবেনিয়া। ৪৩ মিনিটে সাদিকুর একমাত্র গোলেই হারিয়েছে রোমানিয়াকে। ফ্রান্স ও সুইজারল্যান্ড সরাসরি চলে গেছে চূড়ান্ত পর্বে, তিন পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে আলবেনিয়া বাঁচিয়ে রেখেছে আশা।