• ইউরো
  • " />

     

    ব্যালন ডি অর নিয়ে খেদ নেই ইনিয়েস্তার

    ব্যালন ডি অর নিয়ে খেদ নেই ইনিয়েস্তার    

    নিজের সময়ের মধ্যমাঠের সেরাদের তালিকায় তাঁর নাম শুরুর দিকেই আসবে। মেসি-রোনালদোর যুগে জন্ম না দিলে ব্যালন ডি অর হয়তো ইনিয়েস্তা পেয়েই যেতেন। তবে সেই অপ্রাপ্তিটা মনে রাখছেন , ব্যালন ডি অর না জেতায় কোনো খেদ নেই তাঁর।

    এই ইউরোর আগে অনেকেই বলছিল, নিজের সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন। গত দুই মৌসুমে বার্সার হয়ে যেন নিজের একটু হয়েও ছায়া হয়ে ছিলেন। গত বিশ্বকাপেও সেভাবে আলো ছড়াতে পারেননি। এবারের ইউরোতে যেন নতুন করে নিজেকে ফিরে গেছেন "ডন" ইনিয়েস্তা। প্রথম দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন। এটা যেন ইনিয়েস্তারই স্পেন।

    স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক কয়েক দিন আগেই বলেছিলেন, ইনিয়েস্তা ব্যালন ডি অর না জিতলে সেটা হবে অবিচার। তবে মুকুটে এই পালক না থাকায় কিছু আসে যায় না বলেই দাবি ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারের, "এটা আমার জন্য কোনো কাঁটা নয়। আমার মনে হয় এটা কোনো অবিচারও নয়। লিও ও রোনালদো দুজনেরই এই পুরস্কার প্রাপ্য। সবার যার যার মতামত আছে। তার চেয়ে এত সব দুর্দান্ত সব খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারাটাই বেশি সম্মানের।"

    বিনয়ের জন্য হলেও একটা ব্যালন ডি অর দেওয়া উচিত ইনিয়েস্তাকে।