বিদায়, ইব্রা!
প্যারিস সেন্ট জার্মেই ছেড়েছেন এই মৌসুমেই। ইব্রার পরবর্তী ঠিকানা নিশ্চিত নয় এখনও। তবে নীল-হলুদ জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে, এই ইউরোর পর।
বুধবার রাতে বেলজিয়ামের সঙ্গে বাঁচা-মরার ম্যাচ সুইডেনের। এ ম্যাচে জেতার বিকল্প নেই ইব্রাদের। যদি সুইডেন ব্যর্থ হয়, তবে আন্তর্জাতিক ফুটবলে এটিই হবে ইব্রাহিমোভিচের শেষ ম্যাচ! দেশের হয়ে সর্বোচ্চ ৬২ গোলের রেকর্ড আছে ইব্রার, বেলজিয়ামের সঙ্গে তাঁর ম্যাচটি হবে ১১৬তম। সভেনসনের (১৪৮) পর যা দ্বিতীয় সর্বোচ্চ।
বিদায়বেলায় দেশের হয়ে খেলার গর্বই ফুটেছে ইব্রার কন্ঠে, 'আমি যা অর্জন করেছি, তা নিয়ে খুবই গর্বিত। সুইডিশ চেতনা সবসময়ই আমার সঙ্গে থাকবে।'
আসছে রিও অলিম্পিকে তাঁকে পাওয়ার প্রত্যাশা করছিল সুইডেন, তবে ইব্রাকে বিদায় জানাতে হচ্ছে তার আগেই!