• ইউরো
  • " />

     

    দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি ইতালি-স্পেন!

    দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি ইতালি-স্পেন!    

    আজকের আগে ইউরোতে স্পেনের গোল হজম না করে থাকার রেকর্ডটা ছিল ৭৩৫ মিনিটের, আর টানা ১৪ ম্যাচ অপরাজিত। গত দু’বারের ইউরো চ্যাম্পিয়নদের সবগুলো রেকর্ডই একদিনে ভেঙে দিল ক্রোয়েশিয়া! পিছিয়ে থেকেও স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠে গেছে ক্রোয়েটরা। ডি গ্রুপে রাতের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হওয়া তুরস্কও টিকিয়ে রেখেছে পরের রাউন্ডে খেলার স্বপ্ন।

    স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় দ্বিতীয় রাউন্ডেই গতবারের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে। দ্বিতীয় রাউন্ডে স্পেনের প্রতিপক্ষ 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন ইতালি!


    অবশ্য ম্যাচের শুরুটা ছিল স্পেনময়। মদ্রিচবিহীন ক্রোয়েশিয়ার বিপক্ষে মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় স্পেন। ডেভিড সিলভার ডিফেন্স চেরা পাস থেকে ফ্যাব্রিগাসের ক্রসে গোল করে স্পেনকে এগিয়ে দেন আলভারো মোরাতা। গ্যারেথ বেলের সমান তিন গোল নিয়ে রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার এখন ইউরোর সর্বোচ্চ গোলদাতাও। তবে মোরাতার গোলটি শেষ পর্যন্ত বৃথাই গেল! ইউরো ইতিহাসে এই প্রথম এগিয়ে থেকেও হার নিয়েই মাঠ ছাড়তে হল স্প্যানিশদের।

    প্রথমার্ধের শেষ মুহুর্তে পেরিসিচের ক্রস থেকে দারুণ এক ফ্লিকে গোল করে ম্যাচে সমতা আনেন ক্রোয়েট স্ট্রাইকার নিকোলা কালিনিচ। ম্যাচের ১৫ মিনিটেই অবশ্য রাকিতিচের চিপ করা শট বার পোস্টে লেগে ফিরে না আসলে  অবশ্য আগেই ম্যাচে সমতা আনতে পারত ক্রোয়েশিয়া।

    প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধটাও ছিল ঘটনাবহুল। ম্যাচের মিনিট বিশেক বাকি থাকতে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে যায় স্পেন। কিন্তু রামোসের পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের হিরো বনে গোলকিপার সুবাসিচ। রামোস না পারলেও দলকে ঠিকই জিতিয়ে ফিরেছেন ইভান পেরিসিচ। ম্যাচের ৮৭ মিনিটে এই উইঙ্গারের শট ডেভিড ডি গিয়ার নেয়ার পোস্ট দিয়ে জালে জড়ালে ঐতিহাসিক জয় পায় ক্রোয়েশিয়া।


    ক্রোয়েশিয়া, স্পেনের সঙ্গী হয়ে এই গ্রুপের তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠে যেতে পারে তুরস্কও। এজন্য অবশ্য অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত। তুরস্কের বুরাক ইলমাজ ও ওযান তুফানের করা গোলে ২-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে চেকদের।  বিদায়ের রাতে লজ্জার এক রেকর্ড নিয়েই মাঠ ছড়তে হল চেক গোলরক্ষক পিটার চেককে। ইউরোতে সবচেয়ে বেশি (২১) গোল হজম করা গোলরক্ষক এখন পিটার চেক। নামের সাথে রেকর্ডটা একটু বেমানানই বটে!