• ইউরো
  • " />

     

    রোনালদোকে রহস্যময় 'চিরকুট'

    রোনালদোকে রহস্যময় 'চিরকুট'    

    আগের ম্যাচের পরপরই ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, বিশ্বাস রাখতে তাঁর উপর। আস্থার প্রতিদানটুকু দিতে বেশী সময় নেন নি। বাঁচামরার ম্যাচে জোড়া গোল নিজে করে করিয়েছেন আরও একটি, শেষ পর্যন্ত ম্যাচ জেতা না হলেও নক-আউটে ঠিকই পৌঁছে গেছে পর্তুগাল। তবে রোনালদোর জোড়া গোল বা পর্তুগালের পরের পর্বের টিকিট, কোনোটাই নয়...টুইটার মজেছে ডাগ আউট থেকে রোনালদোকে পাঠানো চিরকুটের তথ্য উদ্ধারে।

     

    গত রাতের ম্যাচের এক পর্যায়ে টাচলাইন থেকে পর্তুগালের কোচ একটি চিরকুট তুলে দেন ডিফেন্ডার এলিসেউর হাতে। এলিসেউকে দেখা যায় সেটি রোনালদোকে হস্তান্তর করতে। কী লেখা ছিল সে চিরকুটে? নক-আউটে পৌঁছনোর সম্ভব সব সমীকরণ? কৌশলে কোনো পরিবর্তন? নাকি বাজারের ফর্দ?

     

    আসলেই কী লেখা ছিল চিরকুটে সেটা কেবল প্রেরক আর প্রাপকই জানেন হয়তো। কিন্তু আমজনতার ওতে চলবে কেন? কল্পনাবিলাসী ফুটবলপ্রেমীরা তাই যার যার মতো করে লেগে গেলেন সে চিরকুটের ‘সম্ভাব্য’ ভাষ্য উদ্ধারে। ঠিক কী কী বেরোল গবেষণায়? একজন বলছেন, রোনালদোর বাড়িতে দুধ ফুরিয়ে গেছে আর সেটাই তাঁর মা তাঁকে ‘জরুরীভিত্তিতে’ জানাতে চেয়েছেন!

     

     

    আরেকজন লিখেছেন, ওটায় আসলে রোনালদোর সব রেকর্ড সংক্ষেপে লেখা ছিল। দেখে যেন তিনি নতুন করে উদ্যম পান। কেউ শুনছেন দলের সবচেয়ে সেরা খেলোয়াড়টির কাছে কোচের আকুতি, “আমাদের বাঁচাও!”

     

    পর্তুগাল কি যেতে পারবে পরের পর্বে? এমনই এক জনমত জরিপের ফল লেখা ছিল চিরকুটে, ধারণা একজনের। অপর একজন উদ্ধার করেছেন, রোনালদোর ত্বক কতোটা ‘মসৃণ’ মনে হচ্ছিল গতকাল, সেটাই নাকি ডাগআউট থেকে সতীর্থরা জানাতে চেয়েছিলেন তাঁকে।

     

    রিয়াল মাদ্রিদে রোনালদোর সতীর্থ গ্যারেথ বেল এই মুহূর্তে চলতি ইউরোর সর্বোচ্চ গোলদাতা। ওটাই রোনালদোকে মনে করিয়ে দিয়ে তাঁকে একটু তাতানোর চেষ্টা করা হয়েছে- দাবী উঠছে এমনও।

     

    একজন অবশ্য সবাইকে ছাড়িয়ে গিয়েছেন। তাঁর ধারণা, আসলে রোনালদোর নিজের লিখে রেখে আসা একটা চিরকুটই ম্যাচ চলাকালীন তাঁকে পৌঁছে দেয়া হয়েছে। কী লেখা তাতে? চিরকুটেই দেখে নিন!