• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    অবিশ্বাস্য!

    অবিশ্বাস্য!    

    বিশ্বকাপের নক-আউট পর্বে গিয়ে গুবলেট করে ফেলার ইতিহাসটা নতুন নয় তাদের। তবে ২২২ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেটে ১০৮ করে ফেলার পর ‘চোক’ করাটা বোধ হয় সেদিন দক্ষিণ আফ্রিকার কাছ থেকেও আশা করেনি মিরপুরের দর্শকরা।

     

     

    ২৫ মার্চ,২০১১। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের বোলিং তোপে পড়ে ২২১ রানের বেশি এগুতে পারে পারেনি কিউইরা। জবাবে ক্যালিসের দৃঢ়তায় অর্ধেকের বেশি দূরত্ব দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়ে ফেলেছিল আট-আটটি উইকেট মজুদ রেখে। ২৫তম ওভারে সাউদির বলে ক্যালিস ডিপ মিড-উইকেটে ওরামের অসাধারন ক্যাচে পরিণত হওয়ার পরই একটু একটু করে পরিবর্তন হতে থাকে দৃশ্যপট।

     

    বিশ্বাস করাটা কঠিন যে মিডল অর্ডারে এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনির মত ব্যাটসম্যান থাকার পরও ‘ব্যাটিং ধ্বস’টা ঠেকাতে পারেন নি কেউই! শেষ আটটি উইকেট পড়ে মাত্র ৬৪ রানে! ছবি-সৌজন্যঃ এপি