টাইব্রেকার নাটকে পোল্যান্ডের জয়
সুইজারল্যান্ডের হয়ে মধ্যমাঠে জাদু ছড়িয়ে নিজ দেশকে অসংখ্য ম্যাচ জেতালেও আজ শাকা জেতালেন পোল্যান্ডকে! পেনাল্টি শুট আউটে তারই মিসে সুইসদের কাঁদিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত ইউরোর কোয়ার্টার ফাইনালে চলে গেল লেভানডফস্কিরা। ম্যাচ শুরুর মাত্র ৩০ সেকেন্ডেই সুইস ডিফেন্সের শিশুতোষ ভুলে ফাঁকা পোস্ট পেয়েও বল বারের উপর দিয়ে উড়িয়ে মারেন পোলিশ স্ট্রাইকার মিলিক। ম্যাচের পরবর্তী সুযোগ আসে ৩২ মিনিটে, সুইস ডিফেন্ডার ফ্যাবিয়ান শার মার্কারকে ফাঁকি দিয়ে গোলমুখে হেড করলেও বল চলে যায় গোলরক্ষক ফ্যাবিয়ান্সকির হাতে। এই মিসের মাশুল দিতে হয় আর ৬ মিনিট পরেই। সুইস কর্ণার থেকে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে কামিল গ্রোশিকির পাস থেকে গোল করেন ইয়াকোব ব্লাশিকস্কি।
এক গোল লিড নিয়েই দ্বিতীয়ার্ধ শুরু করে পোলিশরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইসদের চাপে মাত্র ২ মিনিট পরেই গোল খেতে বসেছিল পোল্যান্ড, কিন্তু ভাগ্যক্রমে লাইন থেকে ক্লিয়ার করায় সে যাত্রায় বেঁচে যায় তারা। এরপর ৭৩ মিনিটে রিকার্ডো রদ্রিগেজের দুর্দান্ত এক ফ্রিকিক বাঁচিয়ে দেন ফ্যাবিয়ান্সকি। আবার ৭৯ মিনিটে এম্বোলোর প্রতিহত শট সেফেরোভিচের পায়ে আসলে তা ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৮২ মিনিটে শাকিরির দুর্দান্ত গোলে সমতায় আসে সুইসরা। এরপর এক্সট্রা টাইমে ডারডিয়কের শট বাঁচিয়ে দলকে পেনাল্টি পর্যন্ত নিয়ে যান পোলিশ কিপার। সেখানে শাকার মিসে সুইসদের হারিয়ে প্রথমবারের মত কোয়ার্টারে চলে যায় পোলিশরা। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ পর্তুগাল বা ক্রোয়েশিয়া।