হেলমেট পরতে হবে মোরাতাকে!
ইউরোর নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইতালি। একদিকে স্পেনের অ্যাটাক অন্যদিকে ইতালির প্রাচীরসম ডিফেন্স; দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলবিশ্ব। লড়াইটা চলবে স্প্যানিশ অ্যাটাকের নেতৃত্বে থাকা আলভারো মোরাতার সাথে ইতালিয়ান ডিফেন্সের কিয়েলিনি-বারজাগলি-বনুচ্চিদেরও। এক সপ্তাহের ব্যবধানে তাঁরা এখন সাবেক সতীর্থ। সাবেক হয়ে যাওয়া বন্ধুকে থামাতে বদ্ধপরিকর আজ্জুরিরা। রিয়াল মাদ্রিদে যোগ দেয়া মোরাতাকে তাই মজা করেই জুভেন্টাসের সতীর্থরা বলে দিয়েছেন, “খেলতে নামলে মাথায় হেলমেট পরে নিও!”
গত সপ্তাহেই ৩০ মিলিয়ন ফি’র বিনিময়ে জুভেন্টাস থেকে মোরাতাকে ফিরিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। স্পেন দলের মূল স্ট্রাইকারের কাজটা এখন সাবেক সতীর্থদের নিয়ে গড়া ইতালিয়ান ডিফেন্সকে ভাঙ্গা। তবে মোরাতা মানছেন কাজটা মোটেই সহজ হবে না তাঁর জন্য, “আমি তাঁদের সাথে কথা বলেছি। তাঁদের কেউ কেউ আমাকে হেলমেট পরে নামতে বলেছে। সাম্প্রতিক সময়ে জুভেন্টাসের সাফল্যের পিছনে তাঁদের অবদানটাই বেশি। তাঁরা যেভাবে খেলে সেটাই ইতালির বৈশিষ্ট্য। তবে আমাদেরকে নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে।”
গ্রুপ-ই এর প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছিল স্পেন। তবে শেষ ম্যাচে রামোস-ইনিয়েস্তাদের থমকে দিয়েছিল মড্রিচ-রাকিটিচের ক্রোয়েশিয়া। গত ম্যাচে হারলেও মোরাতার বিশ্বাস নকআউটে জয় পেতে বেশ আত্মবিশ্বাসী তাঁর দল, “যদি হোটেলে কোন ক্যামেরা দেয়া যেত তবে দেখতে পারতেন আমরা কতটা দারুণ সময় কাটাচ্ছি। ট্রেনিংয়ে ক্যামেরার কারণেই হয়ত আমরা তেমন দুষ্টামি করি না। আমি খুব ভালো আছি এবং আমার জন্য এখানে থাকাটা সত্যিই দুর্দান্ত!” গত ম্যাচ নিয়ে মোরাতার অভিমত, “এটা একটি দীর্ঘ টুর্নামেন্ট। ক্রোয়েশিয়ার বিপক্ষে যা হয়েছে সেটা ফুটবলে হয়ে থাকে। প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আমরা যেখানে থাকতে চেয়েছি সেখানেই আছি।”