ইতালির হাতেই শেষ হল স্প্যানিশ রাজত্ব
গত পঞ্চাশ বছরের ভেতর সবচেয়ে বাজে দল নিয়ে ইউরো খেলতে এসেছিল ইতালি! অন্তত নিজেদের দল নিয়ে ইতলিয়ান মিডিয়ার মতটা ছিল এমনই। সে দলই গত দু'বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে কন্তের ইতালি। কিয়েলিনি ও পেল্লের গোলে স্পেনকে ২-০ তে হারিয়েছে গতবারের রানার্সআপরা।
স্পেনের বিপক্ষে ইতালির জয়টা অবশ্য আরও বড় ব্যবধানেই হতে পারত যদি না ডেভিড ডি গেয়া বাধা হয়ে দাঁড়াতেন। পুরো ম্যাচে স্পেনের সবচেয়ে ভালো সুযোগ এসেছিল শেষের দিকেই। জিয়ানলুইজি বুফনের দৃঢ়তায় ম্যাচে আর সমতায় ফেরা হয়নি স্পেনের। ইনিয়েস্তা ও জেরার্ড পিকের দুইটি শট ঠেকিয়ে দিয়ে ম্যাচে ইতালির লিড বজায় রেখেছিলেন এই গোলকিপার।
২০০৬ বিশ্বকাপে জিদানের পর আর কোনো টুর্নামেন্টেই স্পেনের বিপক্ষে নক আউট পর্বে গোল করতে পারেনি কোনো দল। ম্যাচের ৩৩ মিনিটে স্পেনের সেই অভাবনীয় রেকর্ডের চোখ রাঙানি উপেক্ষা করে ইউরোপে স্পেনের রাজত্বে হানা দেন ডিফেন্ডার কিয়েলিনি। ডি বক্সের বাইরে থেকে এডারের নেয়া মাটি কামড়ানো ফ্রি-কিক থেকে রিবাউন্ডে গোল আসে ইতালির। এডারের জোরালো শট ডি গেয়া প্রথমে ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারেননি। গিয়াচ্চেরিনির পাস থেকে স্পেনের জালে বল জড়ান কিয়েলিনি।
এরপর পুরো ম্যাচেই ইতালির রক্ষণ দূর্গ ভেদ করতে চেষ্টা করেও লাভ হয়নি স্পেনের। কন্তের ট্যাকটিকসের কাছে বিশেষ পাত্তা পায়নি ইনিয়েস্তা-ফ্যাব্রেগাস-সিলভা সমৃদ্ধ স্প্যানিশ মিডফিল্ডও। উল্টো ম্যাচের শেষ মুহুর্তে কাউন্টার অ্যাটাক থেকে ভলিতে গোল করে গ্রাযিয়ানো পেল্লে ইতালির জয় নিশ্চিত করেন। পরের রাউন্ডেও অবশ্য বড় দলের মুখোমুখি হতে হচ্ছে ইতালিকে। কোয়ার্টার ফাইনালে ইতালির প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।