• ইউরো
  • " />

     

    গুলশান ট্র্যাজেডিঃ কালো আর্মব্যান্ড পরবে ইতালি

    গুলশান ট্র্যাজেডিঃ কালো আর্মব্যান্ড পরবে ইতালি    

    ঢাকার গুলশানে একটি স্প্যানিশ রেস্তোরাঁয় গত রাতের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে আজ রাতের ইউরো কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে নামবেন ইতালির খেলোয়াড়রা। ইতালির একাধিক গণমাধ্যমসূত্রে এ খবর জানা গেছে। এছাড়া কিছুক্ষণ আগে ইটালি জাতীয় ফুটবল দলের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকেও নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

     

     

    The #Azzurri will be wearing black armbands tonight in memory of the victims of the #DhakaAttack. pic.twitter.com/jCJWDjXbvl

    — Italy (@azzurri) 2 July 2016

     

    হলি আর্টিজান বেকারি নামের ওই রেস্তোরাঁয় কথিত আইএস জঙ্গিদের হামলায় মারা গেছেন অন্তত ২০ জন যাদের বেশীরভাগই বিদেশী। এঁদের মধ্যে আবার সিংহভাগ ইতালি ও জাপানের নাগরিক বলে জানা গেছে।

     

    উয়েফার তরফ থেকে ইতোমধ্যেই ইতালিকে কালো আর্মব্যান্ড পরিধানের অনুমতি দেয়া হয়েছে।

     

    বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে খেলাটি।