"গার্দিওলা আমার শত্রু নয়"
হোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরেই উঠে গিয়েছিল প্রশ্নটা। পেপ গার্দিওলার সঙ্গে পুরনো "শত্রুতা" কি আরও একবার মঞ্চস্থ হবে? তবে মরিনহো নিজেই এই "গুঞ্জন" উড়িয়ে দিয়ে জানিয়েছেন, "গার্দিওলা' তাঁর শত্রু নন।
লা লিগায় দুজনের বৈরিতা কম শিরোনাম হয়নি। মরিনহো যখন রিয়াল মাদ্রিদে ছিলেন, আর গার্দিওলা বার্সেলোনায়, দুজনের মধ্যে অনেকবারই কথার লড়াই হয়েছে। গত জানুয়ারিতে গার্দিওলা দায়িত্ব নিলেন ম্যানচেস্টার সিটির, আর মরিনহো ইউনাইটেডের দায়িত্বে এলেন ইউরো শুরুর আগেই। দুই প্রতিবেশী ক্লাবের দুই কোচের সেই চাপান উতোর কি আবার ফিরে আসবে?
মরিনহো অবশ্য দাবি করেছেন, গার্দিওলার সঙ্গে তাঁর একটা রেষারেষি ছিল ঠিকই, তবে সেটাকে ঠিক শত্রুতা বলা যাবে না, "লা লিগা ছিল দুই ঘোড়ার দৌড়। সেজন্যই পেপের সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম হয়েছিল। কিন্তু প্রিমিয়ার লিগে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা কম। আমাদের মধ্যে যেটি আছে, সেটিকে ঠিক শত্রুতা বলা যায় না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার, দেশের অন্য সব ক্লাবের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। "