"ফ্রান্স ফেবারিট, কিন্তু জিতবে পর্তুগাল"
টুর্নামেন্ট শুরুর আগে খুব কম লোকই তাদের ফাইনালে দেখেছিল। প্রথম রাউন্ডের পর তো একদমই নয়। তিন ম্যাচে কোনো জয় নেই, এই দল আর কতদূরই বা যেতে পারবে? কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এখন চলে গেছে ইউরোর ফাইনালে, সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স। আশাবাদী রোনালদো বলছেন, ফ্রান্স ফেবারিট হলেও পর্তুগালই শিরোপা জিতবে।
টুর্নামেন্ট শুরুর আগেই ফ্রান্সকে মানা হচ্ছিল ফেবারিট হিসেবে। রোনালদোর কথার সঙ্গে পর্তুগালের পাঁড় ভক্তও একমত হবেন। কিন্তু সি আর সেভেনের কন্ঠে এমন আশাবাদ কেন? ১২ বছর আগের ইতিহাসই কি আশা দেখাচ্ছে? ওই বার নিজেদের মাটিতে ফাইনালে উঠেছিল পর্তুগাল, ফেবারিটও ছিল তারা। কিন্তু রূপকথা লিখে গ্রিসই জিতে নেয় শিরোপা। স্বাগতিকদের কি এবার সেরকম কোনো ভাগ্য মেনে নিতে হবে?
রোনালদো আশাবাদী, দল হিসেবে খেললেই পর্তুগাল জিতবে, "আমি বিশ্বাস করি এটা সম্ভব। আমার সতীর্থ ও পুরো দেশই সেটাই বিশ্বাস করে। আমি বিশ্বাস করি, পর্তুগাল নিজেদের ইতিহাসে প্রথম কোনো বড় ট্রফি জিততে পারবে। রোব বার আমাদের ইতিবাচক থাকতে হবে।" খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে ওঠারও একটা অন্য দিক দেখছেন রোনালদো, "আমরা একটু ধীরেই শুরু করেছি। শুরুর দিকে ফল আমাদের পক্ষে ছিল না। কিন্তু শেষ পর্যন্ত আমরা ফাইনালে গিয়েছি। দল হিসেবে খেলেই আমরা সেখানে পৌছেছি। এই কৃতিত্ব আমাদের প্রাপ্য।"
শুধু দলের জন্য, এই ট্রফির জন্য নিজেও যে অনেক দিন থেকে অপেক্ষায় ছিলেন! ক্লাব পর্যায়ে যা পাওয়ার, তার সবই পেয়ে গেছেন রোনালদো। ব্যালন ডি অরের মতো ব্যক্তিগত অর্জনও বাকি নেই। শুধু দেশের হয়ে কোনো ট্রফি নেই রোনালদোর শোকেসে। এবার পর্তুগাল অধিনায়ক সেই অভাব পূরণ করতে চান, "আমার কাছে এটা হবে অনেক কিছু। এরকম কিছুরই স্বপ্ন আমি দেখে আসছি, জাতীয় দলের হয়ে কিছু একটা জেতার। ক্লাব পর্যায়ে আমি সবকিছুই জিতেছি, এখন আন্তর্জাতিক পর্যায়ে কিছু একটা জিতলে সেটা হবে দারুণ।'