"রোনালদো বলেছিল আমিই গোল করব"
বদলী হিসেবে ফাইনালে মাঠে নামার সময়ই এডার গোল করবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন রোনালদো! এডারকে অনুপ্রেরণা যোগাতেই অমনটি বলেছিলেন পর্তুগিজ অধিনায়ক। রোনালদোর কথায় আরও উজ্জীবিত হয়েই নাকি মাঠে নেমেছিলেন এডার। আর তার ফসল হিসেবেই নাকি ফাইনালে গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার- এমনটিই জানিয়েছেন তিনি।
১০৯ মিনিটে এডারের দূরপাল্লার শটে করা গোলেই ইতিহাস সৃষ্টি করেছে পর্তুগাল। অথচ আজকের আগে পুরো টুর্নামেন্টে মাত্র তের মিনিট মাঠে খেলতে পেরেছিলেন এই স্ট্রাইকার। মাঠে নামার সময় রোনালদো এডারকে বলেছিলেন “তুমি গোল করেই আজ দলের জয় এনে দেবে!” রোনালদোর ওই কথাই নাকি সাহস যুগিয়েছিল তাঁকে, ফাইনালে মাঠে নামার আগে ওইটুকু টনিকের দরকার ছিল বলেই জানিয়েছেন ফাইনালের একমাত্র গোলদাতা এডার।
২০১৪ বিশ্বকাপের পরই অনেকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। ইনজুরি আক্রান্ত হয়ে রোনালদোকে ২৫ মিনিটেই সাইড বেঞ্চে বসতে না হলে হয়ত আজও মাঠে নামা হত না। আজও ৭৯ মিনিটে রেনাটো সানচেজের বদলি হয়ে মাঠে নামার সময়ও অনেকের ভ্রু কোঁচকানোর কারণ হয়েছিলেন এডার।
ক্লাব ফুটবলে খেলেন, ফ্রান্সেরই ক্লাব লিলের হয়ে। ক্লাবের হয়েও রেকর্ড তেমন আহামরী কিছুই না এডারের! ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে সোয়ানসি সিটির হয়ে খেলার সময় কোনো গোলই পাননি ১৩ ম্যাচে। অথচ সেই এডারই হয়ে গেলেন ফাইনালের হিরো।
পুরো পর্তুগিজ দলেরই অভিনন্দন পাওয়া উচিত বলে নিজের কথা শেষ করলেও, মাঠে নামার আগে রোনালদোর যোগানো অনুপ্রেরণাটাই যেন এগিয়ে রাখতে চাইলেন এডার!