• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "ম্যান ইউনাইটেডের ঈশ্বর হব আমি"

    "ম্যান ইউনাইটেডের  ঈশ্বর হব আমি"    

    ইব্রাহিমোভিচের পিএসজি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া নিশ্চিত হওয়ার পর এক ভিডিও বার্তায় তাঁকে ওল্ড ট্রাফোর্ডে স্বাগতম জানিয়েছিলেন এরিক ক্যান্টোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় ইব্রার রেড ডেভিল হওয়ার সিদ্ধান্তকে বলেছিলেন “জীবনের সেরা সিদ্ধান্ত”।






    ভিডিওর শেষে অবশ্য ক্যান্টোনা স্বভাবসুলভ ঢঙয়েই সুইডিশ স্ট্রাইকারকে উদ্দেশ্য করে বলেছিলেন “ইউনাইটেডে যোগ দেয়ার জন্য বিখ্যাত ৭ নম্বর জার্সিটি সে আমার উপহার হিসেবে নিতে পারে! কিন্তু ম্যানচেস্টারের রাজা একজনই। ইব্রা চাইলে প্রিন্স হয়ে থাকতে পারেন ওল্ড ট্রাফোর্ডে!”

    কিং ক্যান্টোনার বক্তব্যের জবাব দিতেও খুব বেশি সময় নিলেন না ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে ক্যান্টোনার অবদান জানেন ইব্রাও। তাই  প্রথমেই বললেন “আমি শুনেছি ক্যান্টোনা কি বলেছেন। আমি আনন্দিত! আমি তার একজন ভক্তও”।

    এরপরের জবাবটা যেন চিরচেনা ইব্রাসুলভ! “তিনি আমাকে প্রিন্স হয়ে থাকতে বলেছেন। তবে রাজা বা প্রিন্স কিছুই নয়, তাঁকে জানিয়ে রাখি আমি হব ওল্ড ট্রাফোর্ডের ঈশ্বর!”  

    ৩৪ বছর বয়সে এসে ইব্রাহিমোভিচ কী আসলে পারবেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের ঈশ্বরের আসনে বসতে?