"বিশ্বাসঘাতক হবেন হিগুয়েইন"
আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন কিছুদিন আগে। সেজন্য তুরিনের ওল্ড লেডিদের চোখ পড়েছে নাপোলির হিগুয়েইনের উপর। গত মৌসুমে সিরি আ তে ৩৬ গোল করে ষাট বছর পুরনো রেকর্ড ভেঙ্গেছিলেন। সেই সুবাদে নাপোলিও দ্বিতীয় হয়েছিল লিগে।
হিগুয়েইনকে তাই দলে ভেড়াতে কোমর বেঁধেই মাঠে নেমেছিল জুভেন্টাস। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সাথে যোগ দেয়া না দেয়া নিয়ে হিগুয়েইনের মত অবশ্য জানা যায়নি। তবে নাপোলির প্রেসিডেন্ট আরেলিও লরেন্তিস নাকোচ করে দিচ্ছেন সেই সম্ভাবনা। আর হিগুয়েইন যদি শেষমেষ নাপোলি থেকে ‘শত্রু’ দলে যোগ দেন, তবে সেটা ‘বিশ্বাসঘাতকতা’ হবে বলেও সতর্কই করে দিচ্ছেন নাপোলি প্রেসিডেন্ট।
আরেলিও লরেন্তিস পরিষ্কার করেই বলে দিচ্ছেন, হিগুয়েইনকে পেতে হলে ৯৪ মিলিয়ন ইউরো খরচ করতে হবে যে কোনো দলকে। অন্যদিকে জুভেন্টাস প্রেসিডেন্টও নাছোড়বান্দা! অতো টাকা খরচ করে স্ট্রাইকার কিনবেন না বলে জানালেও, হিগুয়েনকে পাবার আশাও ছাড়ছেন না তিনি- এমনটিই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।
দলের মূল তারকাকে হারানোর ভয়ে নাপোলি প্রেসিডেন্টের কপালে চিন্তার ভাজটাও স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর কথায়ই, “এসব গুজবই অহেতুক! কেউ যদি হিগুয়েইনকে ‘রিলিজ ক্লস’ দিয়ে নিতে না পারে, তবে সে নাপোলিতেই থাকবে। গঞ্জালোর সাথে আমাদের আরও দু’বছরের চুক্তি আছে”।
তবে ফুটবলের দলবদল যে শুধু অর্থের পরিমাণের ওপরই নির্ভর করে তাও তো না! জোর করে হিগুয়েইনকে রাখা যাবে না, সেটা ভালো করেই জানেন নাপোলি প্রেসিডেন্ট, “খুব বেশি ক্লাব হিগুয়েইনের জন্য অতো টাকা দেয়ার সামর্থ্য রাখে না। কেউ যদি সেটা হিগুয়েইনের জন্য দিতেও চায়, তারপর আমরা দেখব সে কি মত দেয়। তাঁর জন্য যে কোনো ইতালিয়ান ক্লাবে যাওয়াই নাপোলির সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল হবে”।
হিগুয়েইনকে পেতে প্রথমে আগ্রহী ছিল ইংলিশ ক্লাব আর্সেনালও। তবে সেই গুঞ্জন শেষ না হতেই আর্জেন্টাইন স্ট্রাইকারকে পাওয়ার লড়াইয়ে যোগ দিয়েছে সিরি আ চ্যাম্পিয়নরাও। হিগুয়েইন নাপোলিতেই থাকবেন, নাকি অন্য কোনো ক্লাবে যাবেন- তা জানতে অবশ্য পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। আগামি সপ্তাহে নাপোলির নতুন মৌসুমের অনুশীলনে যোগ দেয়ার কথা হিগুয়েইনের।