• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জার্সি না পেয়ে মার্শালের 'অভিমান'?

    জার্সি না পেয়ে মার্শালের 'অভিমান'?    

    ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিয়েই হৈচৈ ফেলে দিয়েছিলেন গত বছর। ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমটা শেষ পর্যন্ত খুব ভালো যায় নি। তবে অ্যান্থনি মার্শাল নিজেকে চিনিয়েছেন আলাদা করেই। মৌসুমজুড়ে জিতেছেন একাধিক সম্মাননা। তবে নতুন মৌসুমে তাঁকে হারাতে হচ্ছে ৯ নম্বর জার্সিটা, পাচ্ছেন ১১ নম্বর। ইব্রাহিমোভিচের পছন্দ বলে কথা! কিন্তু ব্যাপারটা বোধহয় খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন না ফরাসী তরুণ। তাঁর নতুন বানিজ্যিক ব্র্যান্ডের নামে শোভা পাচ্ছে পুরনো জার্সি নম্বরটাই, ‘এএমনাইন’। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সেটার প্রচারণায় নিজের ‘সাবেক’ হয়ে যাওয়া ৯ নম্বর জার্সিটাই ব্যবহার করছেন, সেই সাথে উস্কে দিচ্ছেন নানা জল্পনা।

     

    শনিবার নিজের ফেসবুক-টুইটার প্রোফাইলের ছবিটা এই প্রচারণাতেই বদলে নিয়েছেন মার্শাল। ফেসবুকের কাভার ফটোতেও শোভা পাচ্ছে গত মৌসুমের এফএ কাপ সেমিফাইনালে শেষমুহূর্তের জয়সূচক গোলের পর তাঁর উদযাপনের মুহূর্ত, আরও সুনির্দিষ্ট করে বললে তাঁর ৯ নম্বর জার্সি।

     

     

    যেভাবে সর্বত্র ন’ নম্বর টানিয়ে বেড়াচ্ছেন, তাতে স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে গুঞ্জন। তবে কি জার্সি বদলে খুশী নন মার্শাল? কেউ কেউ লিখছেনও সেটা, “এটা কি তাহলে ৯ নম্বর থেকে ১১ নম্বরে বদলি করে দেওয়ায় মার্শালের অসন্তুষ্ট হওয়ার ইঙ্গিত?”

     

    অপর একজন এ নিয়ে ক্ষোভই প্রকাশ করলেন ইউনাইটেড কর্তৃপক্ষের প্রতি, “নম্বর বদলের জন্য ক্লাব তাঁর অনুমতিটুকুও নেয়ার প্রয়োজন বোধ করে নি! সে গত মৌসুমে আমাদের সেরা খেলোয়াড় (ডি গিয়ার সাথে), আর তাঁকে কিনা এমন আচরণ করা হল স্রেফ একজন ‘ওভাররেটেড’ ভাড়াটের জন্য! কি অসম্মান, কি হাস্যকর!”

     

    কেউ কেউ অবশ্য মার্শালের ‘শিশুসুলভ’ আচরণের সমালোচনাও করছেন, “কী সমস্যা মার্শাল? ৯-এর জায়গায় ১১ পরলে আমি তো কোনো সমস্যা দেখি না। বাচ্চাদের মতো আচরণ করো না।”