• " />

     

    'ঢালাওভাবে' নিষিদ্ধ হচ্ছে না রাশিয়া

    'ঢালাওভাবে' নিষিদ্ধ হচ্ছে না রাশিয়া    

    ডোপিংয়ের অভিযোগে একরকম বিপর্যস্ত রাশিয়ার ক্রীড়াঙ্গন। রুশ ক্রীড়াবিদদের উপর্যুপরি ডোপ টেস্টে ‘পজিটিভ’ হওয়ার ঘটনায় গত ক’ মাস ধরেই সরগরম গণমাধ্যম। অবস্থা এতোটাই বেগতিক হয় যে, আসন্ন অলিম্পিকে রাশিয়ার অংশগ্রহণই হুমকির মুখে পড়ে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানাচ্ছে, এতোটা ‘কঠোর’ সিদ্ধান্ত তাঁরা নিচ্ছে না। বরং ক্রীড়াবিদদের রিও অলিম্পিকে অংশ নিতে পারা না পারার বিষয়টি দেখভালের দায়িত্ব ছেড়ে দেয়া হচ্ছে সংশ্লিষ্ট ইভেন্টসমূহের কর্তৃপক্ষের হাতেই।

     

     

    তবে ইতোমধ্যে ডোপ টেস্টে ‘পজিটিভ’ হয়ে শাস্তির মুখে পড়েছেন, এমন কোনো রুশ ক্রীড়াবিদকে এবারের অলিম্পিকে অংশ নিতে দেয়া হবে না। পাশাপাশি দেশটির বাকি প্রতিযোগীদেরও অংশগ্রহণের ছাড়পত্র পাওয়ার আগে যেতে হবে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। আইওসির প্রধান টমাস বাখ যেমনটা বলছেন, “আমরা কঠোরতার মাত্রা কমিয়ে কিছু শর্ত আরোপ করে দিচ্ছি। রিও অলিম্পিকে অংশ নিতে ইচ্ছুক প্রত্যেক রাশিয়ান প্রতিযোগীকে এসব শর্ত পুরোপুরি পূরণ করতে হবে।”

     

    তবে অলিম্পিক শুরুর মাত্র ১২ দিন আগে এমন ঘোষণার পর শত শত প্রতিযোগীর আবেদন যাচাইবাছাইয়ের কাজ কতোটা কার্যকারিতার সাথে করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ- সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বলা হচ্ছে, সব সংস্থার এ ধরণের পরীক্ষা চালানোর মতো পর্যাপ্ত কারিগরি সামর্থ্যও নেই।

     

    এর আগে ডোপিং বিরোধী আন্তর্জাতিক সংস্থার তরফে রাশিয়ার পুরো দলটিকেই নিষিদ্ধ করে দেয়ার প্রস্তাব তোলা হয়। কিন্তু আইওসি প্রধান বলছেন, এর ফলে নিরপরাধ প্রতিযোগীদের প্রতি যে অবিচার করা হতো সেটা তাঁরা হতে দিতে চান না।

     

    ক’ মাস আগে রাশিয়ার রাষ্ট্রয়ত্ত ডোপিং বিরোধী ল্যাবের একজন সাবেক পরিচালকের স্বীকারোক্তিমূলক সাক্ষাৎকার রীতিমতো হৈচৈ ফেলে দেয়। ওই পরিচালক জানান, বেশ ক’ বছর ধরে রুশ অ্যাথলেটদের রাষ্ট্রীয়ভাবে পরিচালিত প্রকল্পের আওতায় নিষিদ্ধ শক্তিবর্ধক ঔষধ সেবন করানো হচ্ছে। দাবীর স্বপক্ষে তিনি প্রমাণও হাজির করলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত শুরু হয়।