রহস্যের নাম পল পগবা!
পল পগবাকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। কালকে মনে হয়েছিল, ম্যাণচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আনূষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের ব্যাপার। এমনকি পগবা লস অ্যাঞ্জেলসে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে ফেলেছেন বলেও খবর এসেছিল। কিন্তু ২৩ বছর বয়সী মিডফিল্ডার সেই গুঞ্জনের পাল্টা হিসেবে বিষম এক খোঁচা দিয়েছেন!
ইংলিশ গণমাধ্যম কাল জানিয়েছিল, ইউনাইটেড ও জুভেন্টাসের মধ্যে চুক্তি হয়ে এগছে। এমনকি স্বাস্থ্যপরীক্ষার আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন পগবা। কিন্তু আজ পগবা ফেসবুক-টুইটারে একটা ছবি পোস্ট করলেন। সেখানে লিখেছেন, "ব্রেকিং নিউজঃ ইউনিভার্সেল স্টুডিওতে আমার স্বাস্থ্যপরীক্ষা সেরে ফেলেছি।" এমন ক্যাপশন দেখে ধন্দেই পড়ে যাওয়ার কথা। দিব্যি ছুটির আমেজে আছেন পগবা, স্বাস্থ্যপরীক্ষার কোনো চিহ্নও সেখানে নেই। ভক্তদের প্রশ্নে নিজেই স্পষ্ট করলেন, আসলে ব্যাপারটা রসিকতা ছিল। তিনি যে শুধু ছুটি কাটাতেই এসেছেন, সেটিও বলে দিলেন। এর পর পগবার এজেন্ট মিনো রাইওলা দাবি করলেন, জুভেন্টাস ও ইউনাইটেডের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা হয়নি। ইংলিশ ও ইতালিয়ান গণমাধ্যম নিজেদের প্রতিযোগিতার জন্য এসব গুঞ্জন রটাচ্ছে।
এতক্ষণে মনে হতে পারে, পগবার ইউনাইটেডে আসার সম্ভাবনা একটা ধাক্কা খেল বোধ হয়। কিন্তু ফ্রেঞ্চ মিডফিল্ডার লস অ্যাঞ্জেলসে ইউনাইটেডের জার্সিতে ঠিকই সই করেছেন। নিজের নাম লেখা ছয় নম্বর জার্সি পরে আসা ভক্তদের সঙ্গে ছবিও তুলেছেন। যদি ইউনাইটেডে যোগ না-ই দেবেন, তাহলে এসব করতে গেলেন কেন ?
উত্তরটা পগবাই সবচেয়ে ভালো দিতে পারবেন!