• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'পগবার দামটা স্রেফ পাগলামি'

    'পগবার দামটা স্রেফ পাগলামি'    

    দলবদলের বাজারে এই মুহুর্তে সবচেয়ে আলোচিত নামটা বোধহয় পল পগবাই। ফরাসী মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরছেন- এটা একরকম নিশ্চিতই। তবে আলোচনাটা সে নিয়ে নয়। জুভেন্টাস থেকে ইউনাইটেডে পগবার বদলির ব্যাপারে ফুটবল দুনিয়া সরগরম লেনদেনের অংকটা নিয়ে। পুরনো সব রেকর্ড ভেঙে ১০ কোটিরও বেশী পাউন্ডে ওল্ড ট্রাফোর্ডে আসছেন ২৩ বছরের তরুণ- হৈচৈটা এ নিয়েই। আর অনেকের মতোই আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারও মনে করেন, টাকার অংকটা একটু বাড়াবাড়িই হয়ে যাচ্ছে।

     

    পগবার জন্য ইউনাইটেডের এতো অর্থ ব্যয় করার যৌক্তিকতা কতোটুকু তা নিয়ে যথেষ্টই সন্দিহান আর্সেনাল কোচ, “সামর্থ্য না থাকার পরও যদি আপনি এই পরিমাণ অর্থ ব্যয় করতে চান তাহলে তো সেটা অবশ্যই পাগলামি। আর সামর্থ্য থাকলে অবশ্য ভিন্ন কথা। তবে বাস্তবতা চিন্তা করলে এমন পাগলামির কোনো মানেই হয় না।”

     

    অবশ্য অর্থের ঝনঝনানির এই যুগে ঠিক-বেঠিক নির্ণয় করাটাও কঠিন বলেই মানেন ওয়েঙ্গার, “ফুটবলের কদর দুনিয়াজোড়াই। আর সেজন্যই ক্লাবগুলো এমন সব লেনদেন করতে পারে। এখন আপনি যদি চিন্তা করেন যে এই বিনিয়োগটা একজন খেলোয়াড় তাঁর পারফরম্যান্স দিয়ে ফিরিয়ে দিতে পারবেন কিনা, সেটা আসলে হিসেবনিকেশের অতীত। আমি যতবারই ভেবেছি যে লেনদেনের রেকর্ড বুঝি এরচেয়ে বেশী হওয়া সম্ভব নয়, ততোবারই ভুল প্রমাণিত হয়েছি। হয়তো ক’ বছর পর একজন খেলোয়াড়ের দাম ২০-৩০ কোটিও হয়ে যেতে পারে, কে জানে!”