• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ‘চ্যাম্পিয়নস লীগে না থাকাই চেলসির জন্য শাপেবর!’

    ‘চ্যাম্পিয়নস লীগে না থাকাই চেলসির জন্য শাপেবর!’    

    আগামী ১৩ আগস্ট পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমের। গতবারের হতাশা কাটিয়ে নতুনভাবে শুরু করতে প্রস্তুত চেলসিও। স্ট্যামফোর্ড ব্রিজে এসেছেন নতুন ম্যানেজার। যুক্তরাষ্ট্রে কন্তে-শিষ্যরা এর মধ্যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খুব একটা খারাপ খেলেনি। ৩-২ গোলে ম্যাচটি হারলেও এই মৌসুমে লিগ শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী কন্তে।

    ম্যাচশেষে এক সংবাদ সম্মেলনে আগামী মৌসুমে ক্লাব নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান তিনি, “চ্যাম্পিয়নস লীগে না খেলতে পারাটাই হয়তো আমার জন্য একটা ভাল সুযোগ। কারণ এতে করে আমার খেলোয়াড়দের সাথে প্রতি সপ্তাহে আরো বেশি সময় কাটাতে পারব। দলটাও নিজের মত গুছিয়ে নিতে পারব।”

    অবশ্য একই অভিজ্ঞতা এর আগেও হয়েছে ইতালির সাবেক কোচের। ২০১১-১২ মৌসুমে জুভেন্টাসের দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমে চ্যাম্পিয়নস লীগে ছিল না তাঁর দল। এই বাড়তি সময়টুকু কাজে লাগিয়ে ৬ বছর পর তুরিনের বুড়িদের স্কুডেট্টো জেতান কন্তে। চেলসি সমর্থকরা অবশ্যই একই ঘটনার পুনরাবৃত্তি চাইবেন।

    সংবাদ সম্মেলনে কন্তে আরও বলেন, “ইউরোপ সেরাদের এই লড়াইয়ে আপনি প্রতি বছরই খেলতে চাইবেন। না খেললে সপ্তাহের মাঝপথে হয়ত একটু অন্যরকমই লাগবে। তবে যেহেতু এবার আমরা খেলতে পারছি না, আগের কোচদের থেকে অনুশীলন কিংবা কৌশল সাজানোর জন্য আরেকটু বেশি সময় পাব।”

    প্রিমিয়ার লিগ ট্রফিকে আবারো কি নীল রঙে রাঙাতে পারবেন কন্তে? আশায় বুক বেঁধে আছে স্ট্যামফোর্ড ব্রিজ।