• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    ছিটকে পড়লেন জুনায়েদ

    ছিটকে পড়লেন জুনায়েদ    

    হাঁটুতে ‘গ্রেড-৩ অস্ট্রিওকন্ড্রাল ফ্র্যাকচার’ নামক চোট নিয়ে গত অক্টোবরে ছেড়েছিলেন ক্রিকেট মাঠ। তিন মাসের পুনর্বাসন শেষে ফেরার পথে ছিলেন জুনায়েদ খান। বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তও হয়েছিলেন। কিন্তু বিধি বাম, আবারও চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হল তাঁকে। এবারে ‘ইনজুরি’ আক্রান্ত হয়েছে তাঁর উরু।

     

     

    গত ১৫ জানুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামের নেটে বোলিং করার সময় অকস্মাৎ পড়ে যান জুনায়েদ। প্রাথমিক পরীক্ষায় ডান হাঁটুতে পাওয়া পাওয়া এই চোটকে ‘গ্রেড-১’-এর এবং সপ্তাহ দুয়েকের মধ্যে সেরে যাবার মত মনে করা হলেও পরে ‘ফিটনেস টেস্ট’-এ উৎরাতে ব্যর্থ হন পাকিস্তানী এ পেসার। আর এর সাথে সাথে তাঁর বিশ্বকাপ স্বপ্নও শেষ হয়ে গেল। তাঁর পরিবর্তে কাকে নেওয়া হচ্ছে স্কোয়াডে, এখন পর্যন্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।