সেই স্যামিই বাদ!
সেই আবেগঘন বক্তৃতার কথা মনে আছে? টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতে ড্যারেন স্যামি যেটা বলেছিলেন! ওয়েস্ট ইন্ডিজের দুর্দশার মাঝেও সেই ট্রফি জয় যে কতো বড় পাওয়া, বলেছিলেন সেটাই। শেষে বলেছিলেন, ‘আমি জানি না, আবার কবে আমি এই দলের সাথে খেলতে পারবো। আমাদের ওয়ানডে দলের জন্য নেয়া হয় না, আবার কবে টি-টোয়েন্টি খেলবো তাও জানি না।’
ড্যারেন স্যামির সেই অনিশ্চিয়তাটার কালটা বাড়লো আরও। ফেসবুকে এক ভিডিও বার্তায় স্যামি নিজেই জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন না আর তিনি। এমনকি টি-টোয়েন্টি স্কোয়াডে তাঁর ‘জায়গা ধরে রাখার যোগ্যতাও নেই’ বলে মত ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকদের!
‘গতকাল সকালে আমি নির্বাচক কমিটির চেয়ারম্যানের কাছ থেকে ফোন পেয়েছিলাম। ৩০ সেকেন্ডের মতো কথা হয়েছে, তিনি আমাকে বলছিলেন যে, তাঁরা আমার টি-টোয়েন্টির অধিনায়কত্ব পর্যবেক্ষণ করে দেখেছেন এবং আমি আর অধিনায়ক থাকছি না। আমার স্কোয়াডে থাকারও যোগ্যতা নেই।’
স্যামি অবশ্য মেনেও নিচ্ছেন এ সিদ্ধান্ত, ‘ঠিক আছে। আমি সবসময় বিশ্বাস করেছি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তো আর ড্যারেন স্যামিকে নিয়েই নয়! তাঁরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন, আমিও নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে চাই। যদিও আমি জানি না, কে অধিনায়ক হবেন, আমি তাই কারও নাম বলবো না। তবে ওয়েস্ট ইন্ডিজকে যিনি নেতৃত্ব দিবেন, তাঁর প্রতি অনেক শুভকামনা।’
স্যামি ফিরে তাকিয়েছেন পেছনেও, ‘ছয় বছর আগে আমাকে যখন নেতৃত্ব দিতে বলা হলো, আমি ভেবেছিলাম, এই কাজটা হবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে কাজটা আমি কঠিন ভেবেছিলাম, কিন্তু জানেন তো, আমি মাথা পেতেই নিয়েছিলাম সেটা! আমি চ্যালেঞ্জকে আমন্ত্রন জানিয়েছি, আমি কঠিন সব অবস্থাকে আমন্ত্রন জানিয়েছি। খেলার মাঠটাই ছিল আমার অফিস, প্রত্যেক দিন আমি এই কাজটাই করেছি!’
তবে আপাতত কাজটায় ইতি টানতে হচ্ছে স্যামিকে। এ মাসের শেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারতের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলার কথা আছে ওয়েস্ট ইন্ডিজের।
২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় অধিনায়ক ছিলেন, ছিলেন এবারও। তবে ব্যাট-বল হাতে অবশ্য স্যামি বলার মতো কিছু করেননি, তিন ইনিংসে ১৩ বল খেলে ৮ রান। আর তিন ওভার বল করে ১ উইকেট। সব মিলিয়ে ৪৭টি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন স্যামি। জয় পেয়েছেন ২৭টিতেই। এ পরিসংখ্যানেও তাই বিরতি পড়ছে, তবে স্যামি এটাও বলেছেন, টি-টোয়েন্টি বা ওয়ানডে থেকে তিনি এখনই অবসর নিচ্ছেন না।