• রিও ২০১৬
  • " />

     

    জেনে নিন সিদ্দিকুরদের সূচি

    জেনে নিন সিদ্দিকুরদের সূচি    

    ‘অংশগ্রহণই বড় কথা’-বাংলাদেশ অলিম্পিক দলের মূলমন্ত্র বরাবরই এরকম। গত ত্রিশ বছরে বলার মতো কোনো সাফল্য অর্জন করতে পারেননি দেশীয় প্রতিযোগীরা। এবারের অলিম্পিক গেমসের পাঁচটি ইভেন্টে অংশ নিতে ব্রাজিলের রিওতে অবস্থান করছেন বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ।

     

    এরই মাঝে প্রকাশ হয়েছে বাংলাদেশি খেলোয়াড়দের প্রতিযোগিতার সময়সূচী। ৮ আগস্ট শ্যুটিংয়ের লড়াইয়ে নামবেন আব্দুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এই শ্যুটার এইদিন সন্ধ্যা ৬টায় বাছাইপর্বে অংশগ্রহণ করবেন। তার ইভেন্ট  ১০ মিটার এয়ার রাইফেল।

     

    ১১ আগস্ট থেকে শুরু হবে সাঁতার প্রতিযোগিতা। রাত ১০টায় ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে অংশ নেবেন বাংলাদেশি সাঁতারু মাহফিজুর রহমান সাগর। একই দিনে বিকেল সাড়ে ৪টায় প্রথমবারের মত অলিম্পিকে সরাসরি অংশ নিতে যাওয়া বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানের খেলা শুরু হবে।

     

    ১২ আগস্ট নারী অ্যাথলেটদের বাছাই। ১০০ মিটার দৌড়ে রাত ৯টায় শিরিন আক্তার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন। ওইদিন রাত ১০টায় নারীদের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে থাকবেন সোনিয়া আক্তার।

     

    আর ১৩ আগস্ট পুরুষদের ১০০ মিটার দৌড়ের হিটে দেখা যাবে মেজবাহ আহমেদকে।