"মাতাকে অপমান করেছেন মরিনহো!"
প্রথম একাদশে সুযোগ পাননি, বদলি হিসেবেই নেমেছিলেন হুয়ান মাতা। ততক্ষণে কমিউনিটি শিল্ডের লেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের পেরিয়ে গেছে ৬৩ মিনিট। কিন্তু শেষ বাঁশিটাও মাঠ থেকে শুনতে পারলেন না মাতা, উঠে যেতে হলো শেষ মুহূর্তে। দুজনের পুরনো ইতিহাসই প্রশ্ন তুলে দিচ্ছে, মরিনহো কি ইচ্ছা করেই মাতাকে বেঁছে নিয়েছেন? বিবিসির বিশ্লেষক ড্যানি মারফি যেমন সরাসরিই বলছেন, মরিনহো মাতাকে অপমান করেছেন!
কাল প্রথম একাদশে জায়গা পাননি মাতা, তবে দ্বিতীয়ার্ধে মরিনহো তাঁকে সুযোগ দিয়েছেন। কিন্তু ৯৩ মিনিটে মাঠ থেকে বেড়িয়ে যাওয়ার সময়ে মাতার চোখেমুখে ছিল রাজ্যের হতাশা! স্প্যানিশ মিডফিল্ডারকে ম্যাচ শেষের আগেই তুলে নেয়াকে ভাল চোখে দেখেননি সাবেক ইংলিশ মিডফিল্ডার ড্যানি মারফি,“ নির্দিষ্ট কোন কারণ ছাড়া আপনি এটি করতে পারেন না।চেলসিতেও মরিনহোর একই ঘটনা ঘটিয়েছিলেন।তিনি সমর্থক,পরিবারের সামনে মাতাকে অপমান করলেন। মরিনহো আসলে বলতে চাইছে মাতা ক্লাবের জন্য ততটা গুরুত্বপূর্ণ নন। আমার মনে হয় না এই আগস্টের শেষে মাতাকে আর ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে।”
কিন্তু মরিনহো দাবি করেছেন, ট্যাকটিক্যাল কারণেই মাতাকে তুলে নেওয়া হয়েছে, “ওই সময়ে আমরা অনেক বেশি লম্বা পাসের আশা করছিলাম।তাই মাঠের সবচেয়ে খাটো খেলোয়াড়কে তুলে নিয়েছি।” স্প্যানিশ এই মিডফিল্ডারের প্রশংসাও করেছেন, “সে খুবই ভালো করেছে। আমি যেরকম চেয়েছি সে সেরকমই খেলেছে।”
কিন্তু মরিনহোর সঙ্গে মাতার পুরনো দ্বন্দ্বের কারণেই প্রশ্নটা ঘুরে ঘুরে আসছে। তিন মৌসুম আগে চেলসির দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েছিলেন মরিনহো। সেবারই প্রথম একাদশে জায়গা হারিয়ে ফেলেন মাতা। মরিনহো প্রকাশ্যে স্প্যানিশ মিডফিল্ডারের সমালোচনাও করেছিলেন। ছয় মাস পরেই মাতার ঠিকানা হয় ইউনাইটেড। আবারও কি মরিনহোর কারণেই তাঁকে ক্লাব ছাড়তে হবে?