• ইউয়েফা সুপার কাপ
  • " />

     

    সুপার কাপের দলে ছেলেকে ডাকলেন জিদান

    সুপার কাপের দলে ছেলেকে ডাকলেন জিদান    

    রিয়াল মাদ্রিদ  এখন যেন ক্ষুদে একটা ‘জিদান পরিবার’! বাবা জিনেদিন জিদানের দেখানো পথে তাঁর দুই ছেলেই খেলছেন মাদ্রিদ দলে। ২০০৪ সালে যখন রিয়ালের হয়ে মাঠ দাপিয়ে বেরাচ্ছিলেন জিজু,তখন থেকেই মাদ্রিদের ছোটদের দলে খেলা শুরু করে এনজো আর লুকা জিদান। এরপর কেটে গেছে অনেক বছর,খেলোয়াড়ি জীবন শেষ করে কালের পরিক্রমায় রিয়ালের কোচ হিসাবে যোগ দিয়েছেন জিদান। আজ রাতে উয়েফা  সুপার কাপের ফাইনালে সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের ২০ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন জিদান পুত্র লুকা।

    ‘কারো পৌষমাস কারো সর্বনাশ’ উক্তিটি হয়তো লুকার ক্ষেত্রে ভালমতোই মিলে গেছে। ১৮ বছর বয়সী এই গোলকিপার দলে জায়গা পেয়েছেন নিয়মিত কিপার কেইলর নাভাসের ইনজুরির কারণে। যদিও মূল একাদশে জায়গা নাও পেতে পারেন। কিকো ক্যাসিয়াকেই খুব সম্ভবত দেখা যাবে গোলপোস্টের সামনে। জিদানের আরেক ছেলে এনজো কিছুদিন আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে প্যারিস সেন্ট জার্মেই  এর বিপক্ষে রিয়ালের মূল দলের হয়ে মাঠে নামেন।

    আজকের খেলায় মূল একাদশে কোচ জিদান নিজের সেরা খেলোয়াড়দের পাচ্ছেন না। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোর ফাইনালে বাঁ পায়ে চোট পেয়েছিলেন। সেই চোট এখনও  সারেনি। গ্যারেথ বেল, পেপে ও টনি ক্রুসও চোটের কারণে আজকে মাঠে নামতে পারবেন না। রিয়ালের জার্সি গায়ে আবার দেখা যাওয়ার কথা আলভারো মোরাতাকে।

    নরওয়ের  ট্রন্ডহেইমে লেরকেন্ডাল স্টেডিয়ামে উয়েফা সুপার কাপের ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে।