সিংহাসনের জন্য চার দলের "যুদ্ধ"
‘গদাটা’ কি স্টিভেন স্মিথের হাতছাড়া হয়ে যাচ্ছে? স্পিনারদের ঘূর্ণি যাদুতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচই হেরে গেছে অস্ট্রেলিয়া। সিরিজ তো হাতছাড়া হয়েছেই, ক্যাঙ্গারুদের এখন টেস্টের শীর্ষস্থান হারানোর শঙ্কা। এদিকে শীর্ষস্থানের জন্য তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত,ইংল্যান্ড ও পাকিস্তান।
আইসিসির নিয়ম অনুসারে, র্যাঙ্কিয়ের নিচের দিকে থাকা কোনো দলের কাছে হেরে গেলে পয়েন্ট বেশি কাটা যায়। যেমন অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরে যেত তাহলে পয়েন্ট কাটা হতো ৬, সেখানে শ্রীলংকার সাথে হারলে পয়েন্ট কাটা যাবে ৯।
সাম্প্রতিক সময়ে উপমহাদেশে অজিদের রেকর্ডটা তাদের পক্ষে কথা বলছেনা। স্পিনে তাদের দুর্বলতা তৃতীয় টেস্টেও ভোগাবে ক্যাঙ্গারু ব্যাটসম্যানদের। আর এই সুযোগে শীর্ষস্থানটা দখল করে নিতে পারে ইংল্যান্ড, ভারত অথবা পাকিস্তান। চলুন দেখে নেই এক নাম্বার স্থান দখলে অস্ট্রেলিয়াসহ বাকি তিন দলের সম্ভাবনার কথা।
অস্ট্রেলিয়াঃ ব্যাপারটা এখন নিজেদের হাতে নেই। অজিরা যদি প্রথম স্থানটি ধরে রাখে চায় তাহলে প্রথমেই জিততে হবে কলম্বো টেস্ট। কিন্তু অন্যদিকে যদি ইংল্যান্ড ওভাল টেস্টে জিতে যায় অথবা ভারত ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জেতে, তাহলে অস্ট্রেলিয়া হারাবে তাদের আকাঙ্ক্ষিত শীর্ষস্থান। অজিদের কামনা থাকবে ইংল্যান্ড যেন ড্র করে পাকিস্তানের সাথে এবং ভারত যেন ৩-০ তে সিরিজ না যেতে। তাহলেই কেবল তারা শীর্ষে থাকবে।
ভারতঃ কিংস্টন টেস্ট ড্র হওয়ার মানে সিরিজের পরের দুই টেস্টই জিততে হবে ভারতকে। অন্য সিরিজগুলোতে যা-ই হোক না, ৩-০তে সিরিজ জিতলে কোহলিরাই চলে যাবে সবার ওপরে।
ইংল্যান্ডঃ পাকিস্তানের সাথে ৩-১ এ সিরিজ জিতলে ইংল্যান্ড চলে যাবে র্যাঙ্কিং এর শীর্ষে। তবে শর্ত হচ্ছে, ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারবে না। এমনকি ওভাল টেস্টে ড্র করেও তারা শীর্ষে চলে যেতে পারে যদি অস্ট্রেলিয়া কলম্বো টেস্টে হেরে যায় এবং ভারত তাদের বাকি দুই টেস্টের একটিতে হোঁচট খায়।
পাকিস্তানঃ শীর্ষে যেতে হলে পাকিস্তানকে ওভাল টেস্ট জিততেই হবে। সাথে এটাও আশা করতে হবে যেন ভারত ২-০ এর বড় ব্যবধানে সিরিজ না যেতে এবং অস্ট্রেলিয়া কলম্বো টেস্ট হেরে যায়।